5G ফোন হলেই চলবে এমন নয়, Jio চালাতে মানতে এই ৩ নিয়ম

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ অপেক্ষার অবসান শেষে ভারতে চালু হলো 5G পরিষেবা। Jio, Airtel ইতিমধ্যেই দেশের বাছাই করা কিছু শহরে তাদের এই উন্নতমানের ইন্টারনেট পরিষেবা চালু করে দিয়েছে। অন্ততপক্ষে ১৩ টি শহরে এই পরিষেবা চালু হয়েছে বলেই জানা যাচ্ছে টেলিকম সংস্থাগুলি সূত্রে। ২০২৩ সালের মধ্যে সর্বত্র এই পরিষেবা পৌঁছে যাবে বলেও দাবি করা হচ্ছে।

দেশের প্রথম টেলিকম সংস্থা হিসেবে Jio সবার আগে 5G পরিষেবা চালু করে। তবে যে সকল শহরে এই পরিষেবা ইতিমধ্যেই চালু হয়েছে সেই সকল শহরের অনেকেই এমন দ্রুতগতির ইন্টারনেট সম্পন্ন 5G পরিষেবা ব্যবহার করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। 5G স্মার্টফোন থাকা সত্ত্বেও তারা এই পরিষেবা উপভোগ করতে পারছেন না। আসলে এই পরিষেবা উপভোগ করার জন্য ৩টি নিয়ম মানতে হবে।

১) 5G স্মার্ট ফোন থাকা সত্ত্বেও যদি এই পরিষেবা উপভোগ করতে না পারা যায় তাহলে দেখতে হবে OTA আপডেট আছে কিনা। নিজেদের ফোন সবসময় আপডেটেড থাকতে হবে।

২) কোন প্ল্যান ব্যবহার করছেন তার ওপর নির্ভর করছে এই পরিষেবা। ২৩৯ টাকার নিচে কোন প্ল্যান ব্যবহার করলে সেক্ষেত্রে এই 5G পরিষেবা পাওয়া যাবে না। যদিও কোন কোন প্ল্যানের ক্ষেত্রে পরিষেবা পাওয়া যাবে তা সম্পর্কে এখনো জানায়নি মুকেশ আম্বানির সংস্থা।

৩) দিল্লি, কলকাতা, মুম্বই এবং বারাণসী, এই চারটি শহর বাদে অন্য কোন এলাকার আপনি জিও গ্রাহক হয়ে থাকলে আপাতত 5G পরিষেবা পাবেন না। কারণ এই শহরগুলি বাদে অন্যান্য জায়গায় পরিষেবার রোলআউট হতে ২০২৩ সাল পর্যন্ত সময় লাগতে পারে বলেও জানা যাচ্ছে।