নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দেওয়া টেলিকম সংস্থাটির নাম হল Jio। দেশের প্রথম এই টেলিকম সংস্থা 4G পরিষেবা চালু করার পাশাপাশি সবচেয়ে সস্তায় আনলিমিটেড ভয়েস কল এবং অফুরন্ত ইন্টারনেট দেওয়ার ব্যবস্থা শুরু করে। স্বাভাবিকভাবেই অল্প সময়ের মধ্যে এই টেলিকম সংস্থা জনপ্রিয়তা অর্জন করে এবং দেশের বৃহত্তম টেলিকম সংস্থায় পরিণত হয়।
অন্যদিকে এই টেলিকম সংস্থা দেশে প্রথম 4G পরিষেবা চালু করার পাশাপাশি এবার তারা এই দেশে প্রথম 5G পরিষেবা চালু করে দিয়েছে। বর্তমানে দেশের চারটি শহর দিল্লি, মুম্বাই, কলকাতা ও বারাণসীতে এই 5G পরিষেবা চালু হয়েছে। আগামী এক বছরের মধ্যে দেশের সব জায়গায় এই পরিষেবা পৌঁছে যাবে বলেই আশ্বাস দেওয়া হয়েছে সংস্থার তরফ থেকে।
5G পরিষেবা চালু হওয়ার সঙ্গে সঙ্গে অনেকের মধ্যেই প্রশ্ন এর মূল্য কত করা হল? অর্থাৎ 5G পরিসেবা ব্যবহার করার জন্য গ্রাহকদের কত টাকা খরচ করতে হবে। সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ট্যারিফ রেট বের করা না হলেও ইঙ্গিত দেওয়া হয়েছে কি কি রিচার্জ করা হলে গ্রাহকরা 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন।
এই বিষয়ে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, যে সকল শহরে তাদের 5G পরিষেবা চালু হয়েছে সেখানকার গ্রাহকদের অন্ততপক্ষে ২৩৯ টাকা রিচার্জ করা থাকতে হবে এবং এই রিচার্জ করা থাকলে যদি তাদের হ্যান্ডসেট 5G হয়ে থাকে তাহলে তারা স্বয়ংক্রিয়ভাবে এই পরিষেবার আনন্দ উপভোগ করতে পারবেন। অর্থাৎ যাদের ২৩৯ টাকার নিচে রিচার্জ রয়েছে তারা এই পরিষেবা পাবেন না।
জিওর তরফ থেকে 5G লঞ্চ করার পর 1 Gbps ইন্টারনেট স্পিড দেওয়ার পাশাপাশি এখন আনলিমিটেড ইন্টারনেট করার সুযোগ দেওয়া হচ্ছে। Jio Welcome Offer এর মাধ্যমে এই অফার দেওয়া হচ্ছে এবং এই অফারের সুবিধা পেতে হলে গ্রাহকদের সর্বনিম্ন ২৩৯ টাকা রিচার্জ থাকতে হবে।