Jio Air Fiber 5G offers starting at 599: ভারতের বৃহত্তম টেলিকম বাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে মুকেশ আম্বানির জিও। তাদের এই প্রতিপত্তি বৃদ্ধি মূল কারণ হলো তারাই দেশে প্রথম 4G পরিষেবা লঞ্চ করে। নতুন পরিষেবার ফলে ঝড়ের গতিতে বৃদ্ধি পেতে থাকে তাদের ব্যবসা। অবনতি ঘটতে থাকে অন্যান্য টেলিকম সংস্থাগুলির। তবে আম্বানির যাত্রা এখানেই শেষ হয়নি। 4G এর পর তারা নতুন পরিষেবায় হাত দেয়, বর্তমানে তারা দেশে লঞ্চ করে ফেলেছে 5G পরিষেবা, জিও ফাইবার থেকে অনেক কিছু। আর এসবের মধ্যেই এবার গণেশ চতুর্থীর দিন অর্থাৎ ১৯ অক্টোবর জিও লঞ্চ করল জিও এয়ার ফাইবার(Jio Air Fiber 5G)।
নতুন ধরনের পরিষেবা হলো জিও এয়ার ফাইবার (Jio Air Fiber 5G), গ্রাহকদের মাঝে এই পরিষেবা নিয়ে উত্তেজনা চরমে। নয়া এই পরিষেবা হলো একেবারে ওয়্যারলেস পরিষেবা। এখন থেকে বাড়িতে ফাইবার বা তার টানার দরকার নেই। জিও দাবি করছে যে, নতুন এই ইন্টারনেট পরিষেবার মাধ্যমে গ্রাহকরা পাবেন ১.৫ Gbps পর্যন্ত স্পিড। আপনারা এই নতুন ধরনের ইন্টারনেট পরিষেবা বাড়ির পাশাপাশি ব্যবহার করতে পারবেন অফিসেও।
একেবারে তার ছাড়াই জিও এয়ার ফাইবার 5G প্রযুক্তির (Jio Air Fiber 5G) মাধ্যমে বাড়িতে বসেই পেয়ে যাবেন উন্নতমানের ইন্টারনেট পরিষেবা। গ্রাহকরা পাবেন বাফারিং ছাড়াই ভিডিও কনফারেন্স থেকে শুরু করে হাই ডেফিনেশন ভিডিও দেখার মত সুযোগ। এদেশের বাজারে বিপ্লব এনে দেবে জিওর এই নতুন ডিভাইস। বলতে পারবেন এই নতুন ডিভাইসের দাম কত হতে পারে? জিও এয়ার ফাইবারের প্ল্যানের সবচেয়ে কম দাম হল ৫৯৯ টাকা এবং সবচেয়ে বেশি দাম ৩৯৯৯ টাকা।
এবার জেনে নিন কোন প্ল্যানে কি কি সুবিধা আছে?এয়ার ফাইবারের (Jio Air Fiber 5G) অধীনে আছে ৫৯৯ টাকার প্ল্যান এবং এতে পাবেন ৫৫০ এর থেকেও বেশি ডিজিটাল চ্যানেল এবং ১৪ টি অ্যাপ ব্যবহার করার সুবিধা। যদি আপনি ৮৯৯ টাকার প্ল্যান নেন তাহলে ৫৫০ এরও বেশি ডিজিটাল চ্যানেল দেখার সুবিধা পাবেন। এর পরবর্তী প্ল্যান হচ্ছে ১১৯৯ টাকার। এই প্ল্যান নিলেও ৫৫০ এরও বেশি ডিজিটাল চ্যানেল এবং পাশাপাশি চৌদ্দটি অ্যাপ ব্যবহার করার সুযোগ পাবেন। নেটফ্লিক্স, অ্যামাজন, জিও সিনেমা প্রিমিয়াম এর মত সুবিধা পাবেন।
গণেশ চতুর্থী উপলক্ষে জিও যে নতুন পরিষেবা এনেছে তাতে ন্যূনতম প্ল্যানের দাম ১৪৯৯ টাকা এরপর ২৪৯৯ এবং সব থেকে বেশি ৩৯৯৯ টাকা। যেখানে আপনি দেখতে পাবেন ৫৫০ এর বেশি ডিজিটাল চ্যানেল এবং পাশাপাশি ১৪ টিরও বেশি অ্যাপ এবং নেফ্লিক্স amazon prime জিও সিনেমা প্রিমিয়াম এর মত ওটিটি ব্যবহারের সুযোগ।