সুখবর, Jio AirFiber এ মিলবে ১০০০ ছাড়! শুধু করতে হবে এই একটি কাজ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছে মুকেশ আম্বানির Jio। এই টেলিকম সংস্থা কেবল টেলিকম পরিষেবা প্রদানের মধ্য দিয়েই নিজেদের আবদ্ধ রাখেনি। বরং তারা প্রতিনিয়ত গ্রাহকদের কাছে নতুন নতুন পরিষেবা পৌঁছে দিচ্ছে। নতুন নতুন পরিষেবার ক্ষেত্রে আমরা দেখেছি JioFiber, আর এবার এই টেলিকম সংস্থা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে Jio AirFiber। এছাড়াও আগামী দিনে তারা আনতে চলেছে Jio SpaceFiber এর মত স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা।

Advertisements

সংস্থার তরফ থেকে চলতি বছর ১৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে Jio AirFiber পরিষেবা লঞ্চ করেছে। এরপর থেকেই এই সংস্থা এই পরিষেবা দেশের বিভিন্ন শহরে পৌঁছে দেওয়ার কাজ চালাচ্ছে। ইতিমধ্যেই দেশের ১১৫ টি শহরে পৌঁছে দেওয়া হয়েছে Jio AirFiber পরিষেবা। এই সকল শহরগুলি রয়েছে গুজরাত, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু, দিল্লি এবং অন্ধ্রপ্রদেশে। সংস্থার তরফ থেকে আশা করা হচ্ছে, ২০২৩ শেষ হওয়ার আগেই তারা ভারতের আরও অনেক শহরে এই পরিষেবা পৌঁছে দেবে।

Advertisements

Jio AirFiber এমন একটি ব্রডব্যান্ড পরিষেবা যার মাধ্যমে ব্যবহারকারীরা 1.5Gbps ইন্টারনেট স্পিড পাবেন। এই ইন্টারনেট পরিষেবা বাড়িতে ব্যবহার করার পাশাপাশি কেউ চাইলে তা অফিসেও ব্যবহার করতে পারবেন। এছাড়াও নতুন এই ব্রডব্যান্ড পরিষেবায় আরও বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। যেমন এটি এমন একটি ডিভাইস যা বাড়ির মধ্যে বা অফিসের এক জায়গা থেকে অন্য জায়গা সরানোর ক্ষেত্রে কোন ঝামেলা নেই।

Advertisements

ইতিমধ্যেই জিওর এই ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে গিয়েছে তিরুপতি, বিশাখাপত্তনম, পুনে, নাগপুর, মুম্বাই, নাসিক সহ ১১৫ টি শহরে। এখন আপনার শহরেও এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে খুব তাড়াতাড়ি বলে জানা যাচ্ছে। তবে প্রশ্ন হল এই পরিষেবা নিতে হলে আপনাকে কত টাকা খরচ করতে হবে? আপনি যদি জিওর এই আকর্ষণীয় পরিষেবা নিতে চান তাহলে আগে জেনে নেওয়া দরকার এর খরচ।

নতুন এই পরিষেবা নেওয়ার জন্য ইনস্টলেশন চার্জ হিসাবে নেওয়া হবে এক হাজার টাকা। পরিষেবার ক্ষেত্রে দুই ধরনের ভাগ রয়েছে, এয়ার ফাইবার এবং এয়ার ফাইবার ম্যাক্স। দুই ভাগের ক্ষেত্রেই ইনস্টলেশন চার্জ একই, তবে এই ইনস্টলেশন চার্জ মুকুব হতে পারে যদি কেউ একসঙ্গে ১২ মাসের প্ল্যান নেন। এয়ারফাইবার প্ল্যানের ক্ষেত্রে প্রতি মাসে তিন ধরনের প্ল্যান রাখা হয়েছে। যেগুলি হল ৫৯৯ টাকা, ৮৯৯ টাকা এবং ১১৯৯ টাকা। এই সকল প্ল্যানের সঙ্গে ৫৫০টি ডিজিটাল চ্যানেল এবং ১৪ টি ওটিটি প্ল্যাটফর্ম বিনামূল্যে দেওয়া হচ্ছে। এয়ারফাইবার ম্যাক্সের ক্ষেত্রেও তিনটি প্ল্যান রয়েছে, যেগুলি হল ১৪৯৯, ২৪৯৯ এবং ৩৯৯৯।

Advertisements