নিজস্ব প্রতিবেদন : টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন আনার পর মুকেশ আম্বানি টেলিকম সংস্থা Jio এখন অন্যান্য ক্ষেত্রেও বাজার ধরতে নানান পদক্ষেপ নিচ্ছে। টেলিকম বাজারের পাশাপাশি তারা যে সকল ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে তার মধ্যে ব্রডব্যান্ড অন্যতম। যেটি Jio Fiber নামে পরিচিত। আর এর থেকে এক ধাপ এগিয়ে সংস্থার তরফ থেকে যে পরিষেবা আনা হয়েছে তা হল Jio AirFiber।
Jio AirFiber এমন এক পরিষেবা যার মাধ্যমে বাড়ির ভিতর তার ছাড়া ব্রডব্যান্ড পরিষেবা পাওয়া যায়। এটি একটি ছোট্ট ডিভাইস এবং এটি প্লাগ এন্ড প্লে। খুব সহজেই Jio AirFiber বাড়িতে ইনস্টল করা যায়। এছাড়াও বাড়ির যে কোন কোনাতেই ভালো পরিষেবা পাওয়ার জন্য এই ডিভাইস লাগানো যেতে পারে এবং সহজেই তা এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যেতে পারে।
Jio, Jio Fiber কে ব্যাপক জনপ্রিয়তাই পৌছে দেওয়ার পর এবার মুকেশ আম্বানির সংস্থার তরফ থেকে Jio AirFiber পরিষেবাকেও সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলার প্রচেষ্টা চালানো হচ্ছে। আর এসবের পরিপ্রেক্ষিতেই এবার সংস্থার তরফ থেকে কোনরকম টাকা পয়সা ছাড়াই বিনামূল্যে পরিষেবা দেওয়ার ঘোষণা করা হলো। এমন অফার পাওয়া যাবে ৫০ দিনের জন্য।
আরও পড়ুন ? Cheapest 5G phone: Jio না Airtel, কে দেবে সস্তায় 5G ফোন! কে দেবে বেশি ফিচার
সংস্থার তরফ থেকে এই অফার দেওয়া হচ্ছে মূলত তাদের 5G পোস্ট পেড ও প্রিপেড গ্রাহকদের। অর্থাৎ যে সকল 5G পোস্টপেড ও প্রিপেড গ্রাহকরা Jio AirFiber কানেকশন নেবেন তাদের এমন সুবিধা দেওয়া হবে। এই বিষয়ে আরও জানার জন্য গ্রাহকরা ৬০০০৮৬০০০৮ নম্বরে মিসড কল দিতে পারেন। সংস্থার তরফ থেকে এই বিষয়ে আরও ডিটেলস দেওয়া হবে।
Jio AirFiber পরিষেবার ক্ষেত্রে সর্বনিম্ন যে প্ল্যান রয়েছে সেই প্ল্যান অনুযায়ী গ্রাহকদের প্রতি মাসে সবচেয়ে কম ৫৯৯ টাকা খরচ করতে হবে। এই প্ল্যান ব্যবহার করলে গ্রাহকরা ৩০ এমবিপিএস স্পিডে ১০০০ জিবি পর্যন্ত হাই স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও এর সঙ্গে রয়েছে ৫০০টি লাইভ টিভি চ্যানেল এবং ১৩ টি ওটিটি প্লাটফর্ম সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে ১৪৯৯ টাকা দামের প্ল্যান সহ অন্যান্য আরও একগুচ্ছ প্ল্যান। তবে ৫০ দিনের যে বিনামূল্যে পরিষেবা দেওয়া হচ্ছে তা নিতে হলে অবশ্যই গ্রাহকদের যে কোন একটি 5G জিও নম্বর থেকে বুকিং করতে হবে।