তারের বালাই নেই, ফাটাফাটি স্পিড, এই দিন লঞ্চ হচ্ছে Jio AirFiber

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দিন যত এগিয়ে চলেছে ততই বাড়ছে প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের জীবন আরও সহজ সরল হয়ে দাঁড়াচ্ছে। আর এই প্রযুক্তির হাত দিয়ে ধাপে ধাপে অন্যান্য সব টেলিকম সংস্থাকে টেক্কা দিয়ে এগিয়ে চলেছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) জিও (Jio)। ভারতের এই টেলিকম সংস্থাটি এমন একটি টেলিকম সংস্থা, যা সময়ের সঙ্গে সঙ্গে গ্রাহকদের নতুন নতুন উপহার দিতে প্রস্তুত। ঠিক সেই রকমই এবার তারা বাজারে আনছে Jio AirFiber।

Jio AirFiber নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪৬ তম বার্ষিক সম্মেলনে সোমবার নানান ঘোষণা করা হয়। সেই সকল ঘোষণার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হল, নতুন এই কানেকশন সংস্থার তরফ থেকে প্রতিদিন ১.৫ লক্ষ ব্যবহারকারীকে দেওয়ার টার্গেট নেওয়া হচ্ছে। এছাড়াও এই মুহূর্তে ১০ মিলিয়ন জিও ফাইবার গ্রাহক রয়েছে সংস্থার কাছে। এই সংখ্যা ২০০ মিলিয়নে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে।

জিও এয়ার ফাইবার এমন এক ব্যবস্থা যার মাধ্যমে কোনরকম তার ছাড়াই ফাইবারের মতো ইন্টারনেট স্পিড দিতে সক্ষম। এই নতুন প্রযুক্তির ফলে তারের ঝামেলা একেবারেই শেষ হয়ে যাবে। এমনকি যাদের বাড়িতে ওয়াইফাই রয়েছে তারাও এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। বর্তমানে বাড়িতে বাড়িতে রয়েছে 5G ওয়াইফাই ব্যবস্থা। তবে আগামী দিনে Jio AirFiber গিগাবিট স্পিডে ইন্টারনেট পৌঁছে দেবে।

Jio AirFiber সম্পর্কে জিওর ওয়েবসাইটে যে সকল তথ্য দেওয়া হয়েছে তা থেকে জানা যাচ্ছে, কোন তার ছাড়াই প্লাগ ইন করলেই এই পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। বাড়ি থেকে অফিস সব জায়গায় এই পরিষেবা ব্যবহার করা যাবে। সমস্ত জায়গায় যাতে এই ডিভাইসের মাধ্যমে 5g পরিষেবা পাওয়া যায় তার বন্দোবস্ত করা হচ্ছে। স্পিড নিয়ে কোন চিন্তা করতে হবে না অথবা কোন ফাইল ডাউনলোড করার জন্য গালে হাত দিয়ে বসে থাকতে হবে না।

রিলায়েন্সের Jio AirFiber আগামী সেপ্টেম্বর মাসেই লঞ্চ হবে বলে ঘোষণা করে দিয়েছেন মুকেশ আম্বানি। তিনি তাদের বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখার সময় জানান, আগামী ১৯ সেপ্টেম্বর অর্থাৎ গনেশ চতুর্থীর দিন এমন পরিষেবা লঞ্চ করা হবে। প্রতিবছর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সম্মেলনে সংস্থার তরফ থেকে কোন না কোন চমক দেওয়া হয়। আর সেই সকল চমকের মধ্যেই এবার নতুন চমক Jio AirFiber।