নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের অধিকাংশ মানুষের হাতে পৌঁছে গিয়েছে মোবাইল ফোন। আবার বড় সংখ্যার মানুষের কাছে রয়েছে স্মার্টফোন। সহজেই যোগাযোগ থেকে শুরু করে বিনোদন সবকিছুই মোবাইল ফোনের দৌলতে এখন চলে এসেছে হাতের মুঠোয়। তবে এই সকল মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য একটি খারাপ খবর আসতে চলেছে আগামী দিনে।
মোবাইল ফোন ব্যবহারকারীদের যে খারাপ খবর আসতে চলেছে তাহলে খরচ বৃদ্ধি নিয়ে। কেননা দেশের অন্যতম তিন টেলিকম সংস্থা Jio, Airtel, Vi একযোগে নিজেদের ট্যারিফ রেট (Mobile Tariff Rate) বৃদ্ধি করার পথে হাঁটতে পারে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। আর এমনটা খুব তাড়াতাড়ি হতে পারে, এমনকি ভোট মিটে যাওয়ার পরেই হতে পারে বলে জানা যাচ্ছে।
ভারতের টেলিকম বাজারে Jio পরিষেবা দেওয়া শুরু করার পর সমস্ত টেলিকম সংস্থার ট্যারিফ রেট এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছিল। তবে পরবর্তীতে সংস্থাগুলির তরফ থেকে একজোট হয়ে নিজেদের মুনাফা বৃদ্ধির জন্য ট্যারিফ রেট বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই মতো ২০২১ সালের ডিসেম্বর মাসে বেড়েছিল মোবাইল খরচ। এবার খরচ বেড়েছিল ২০ শতাংশ পর্যন্ত। তবে তারপর থেকে আর মোবাইল খরচ বৃদ্ধি পায়নি।
আরও পড়ুন ? BSNL Loses Subscribers: মাথায় হাত BSNL-এর! সংস্থা ছেড়ে পালাল বিপুল সংখ্যক গ্রাহক, যা ভাবনারও বাইরে
দীর্ঘ দু’বছরের বেশি সময় ধরে মোবাইল খরচ বৃদ্ধি না পেলেও এবার সময় এসেছে খরচ বৃদ্ধির। সূত্র মারফৎ জানা যাচ্ছে, ইতিমধ্যেই টেলিকম সংস্থাগুলি এই বিষয়ে নিজেদের প্ল্যান গুছিয়ে ফেলেছে। এখন প্রশ্ন হল কত টাকা খরচ বাড়তে পারে? সূত্র মারফত জানা যাচ্ছে, বর্তমানে যে সকল রিচার্জ প্ল্যানের দাম ১৫০ টাকা রয়েছে সকল রিচার্জ প্ল্যানের দাম বেড়ে হতে পারে ১৮০ টাকা থেকে ২০০ টাকা।
একইভাবে যে সকল রিচার্জ প্ল্যানের পিছনে এখন ৩০০ টাকা খরচ করতে হচ্ছে, সেই সকল রিচার্জ প্ল্যানের পিছনে আরও বাড়তি ৭৫ টাকা খরচ করতে হতে পারে। একইভাবে যে সকল রিচার্জ প্ল্যানের পিছনে এখন ৫০০ টাকা খরচ করতে হয়, সেগুলির পিছনে আগামী দিনে ১২৫ টাকা বেশি খরচ করতে হতে পারে। এছাড়াও জানা যাচ্ছে, বর্তমানে জিও এবং এয়ারটেল যে 5G আনলিমিটেড অফার করছে তা আগামী কয়েক মাসের মধ্যেই বন্ধ করে দেবে। এইভাবে মোবাইল খরচ বৃদ্ধি পেলে সেই সকল গ্রাহকদের খরচ আরও কয়েকদিন বেড়ে যাবে যারা একসঙ্গে দুটি বা তার বেশি নম্বর ব্যবহার করেন।