মাথায় হাত গ্রাহকদের, ফের বাড়াতে চলেছে মোবাইল খরচ, একধাক্কায় অনেকটা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল টেলিকম সংস্থা রয়েছে সেই সকল টেলিকম সংস্থার মধ্যে প্রথম দুই টেলিকম সংস্থা হিসেবে জায়গা করে নিয়েছে Jio এবং Airtel। দেশের অধিকাংশ গ্রাহকই এই দুই টেলিকম সংস্থার দখলে। সস্তায় এবং ভালো পরিষেবার পরিপ্রেক্ষিতে গ্রাহকরা এই দুই টেলিকম সংস্থার দিকে প্রতিনিয়ত ঝুঁকছেন।

Advertisements

তবে এই দুই টেলিকম সংস্থা এবার নতুন বছরের শুরুতেই তাদের ট্যারিফ রেট অনেকটাই বৃদ্ধি করতে চলেছে, একটি রিপোর্ট মারফৎ এমনই খবর পাওয়া গিয়েছে। এই প্রথম নয় এর আগেও একাধিকবার এই দুই টেলিকম সংস্থা এবং অন্যান্য টেলিকম সংস্থাগুলিও তাদের ট্যারিফ রেট কয়েকগুণ করে বৃদ্ধি করেছে। বছরের পর বছর ট্যারিফ রেট বৃদ্ধি করার ফলে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে।

Advertisements

সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি এয়ারটেল এবং জিও তাদের যে ট্যারিফ রেট রয়েছে অর্থাৎ রিচার্জ প্ল্যানগুলির দাম ১০% বৃদ্ধি করতে পারে। এই দাম বৃদ্ধি করা হলে এখন গ্রাহকদের যা খরচ করতে হচ্ছে তাতে আগামী দিনে খরচ ১০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

Advertisements

এই টেলিকম সংস্থাগুলি প্রিপেড ছাড়াও পোস্টপেড গ্রাহকদেরও খরচ বাড়াবে বলে জানা যাচ্ছে। নিজেদের রেভিনিউ বৃদ্ধি করার জন্য তারা এমন পথ বেছে নিতে চলেছে। পরবর্তী তিনটি অর্থবর্ষে এয়ারটেল, জিও এবং অন্যান্য টেলিকম সংস্থা এইভাবে খরচ বৃদ্ধি করার পথে হাঁটতে পারে বলে জানানো হয়েছে Jefferies-এর একটি রিপোর্টে।

গ্রাহক প্রতি রেভিনিউ বৃদ্ধি করার জন্য টেলিকম সংস্থাগুলির তরফ থেকে এবং সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এমনিতেই এয়ারটেলের তরফ থেকে একাধিক বার ইঙ্গিত দেওয়া হয়েছে মোবাইল খরচ আরও বৃদ্ধি করার। মোবাইল খরচ এইভাবে বৃদ্ধি পাওয়ার ফলে বর্তমানে দেখা যাচ্ছে বহু মানুষ নিজেদের অপ্রয়োজনীয় নম্বর ত্যাগ করেছেন। আশঙ্কা আগামী দিনেও খেটে খাওয়া মানুষদের কাছে এমন মোবাইল কানেকশন দুরূহ হয়ে না দাঁড়ায় এমন খরচ বৃদ্ধির ফলে।

Advertisements