নিজস্ব প্রতিবেদন : বর্তমান ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে যখন দেশের অধিকাংশ রাজ্য কঠোর বিধি-নিষেধ অথবা লকডাউন বা কার্ফু জারি করেছে ঠিক সেইসময় দেশের টেলিকম সংস্থাগুলি তাদের গ্রাহকদের জন্য বিশেষ পরিষেবা নিয়ে এলো। Jio, Airtel, Vi, BSNL প্রতিটি টেলিকম সংস্থাকে তাদের গ্রাহকদের সুবিধার্থে অফার হিসাবে এই নতুন পরিষেবাগুলি নিয়ে এসেছে।
Airtel : বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এয়ারটেল তাদের গ্রাহকদের এককালীন ৪৯ টাকার রিচার্জ বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছে। এই অফার পাবেন আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষেরায়। এই পরিষেবার মাধ্যমে এয়ারটেল প্রায় ২৭০ কোটি টাকার রিচার্জ তাদের গ্রাহকদের বিনামূল্যে দিচ্ছে। এছাড়াও তারা ৭৯ টাকার রিচার্জের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দ্বিগুণ সুবিধার কথা ঘোষণা করেছে।
VI : এয়ারটেলের মতোই ভোডাফোন আইডিয়া তাদের গ্রাহকদের জন্য বিনামূল্যে ৪৯ টাকার রিচার্জ দেওয়ার ঘোষণা করেছে এবং ৭৯ টাকার রিচার্জের ক্ষেত্রে দ্বিগুণ অফার দিচ্ছে। ভোডাফোন আইডিয়া আর্থিক ভাবে পিছিয়ে পরা তাদের প্রায় ৬ কোটি গ্রাহককে এই সুবিধা দেবে বলে জানিয়েছে।
Jio : মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তাদের জিওফোন গ্রাহকদের জন্য বর্তমান পরিস্থিতি বিশেষ এক অফার নিয়ে এসেছে। যে অফার অনুযায়ী বর্তমানে জিও ফোন গ্রাহকরা কোনরকম রিচার্জ ছাড়াই মাসে ৩০০ মিনিট কথা বলতে পারবেন। এক্ষেত্রে প্রতিদিন সর্বোচ্চ ১০ মিনিট কথা বলার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি জিও ফোনের প্রতিটি রিচার্জ এর ক্ষেত্রে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার দেওয়া হচ্ছে।
[aaroporuntag]
BSNL : ভারতের রাষ্ট্রীয় টেলিকম সংস্থা মুনাফার দিক থেকে অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় অনেক পিছিয়ে থাকলেও করোনা পরিস্থিতিতে তারাও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা বর্তমান পরিস্থিতিতে প্রতিটি গ্রাহকের রিচার্জ প্ল্যান ৩১ মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে এবং যে সকল গ্রাহকদের সিম কার্ড ভ্যালিডিটি শেষ হয়ে গিয়েছিল বা শেষ হতে চলেছে তাদের ও সিম কার্ড ভ্যালিডিটি ৩১ মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি এই সকল গ্রাহকদের ১০০ মিনিট করে বিনামূল্যে কথা বলার সুযোগ করে দিচ্ছে এই সংস্থা।