28 Days Recharge Plan: দাম বাড়ার পর সবচেয়ে কমে কত টাকায় পাওয়া যাবে ২৮ দিনের ভ্যালিডিটি, জানালো Jio, Airtel, Vi

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে এখন একটি খবর আর সেই খবরটি হল বেসরকারি টিম টেলিকম সংস্থার ট্যারিফ রেট বৃদ্ধি পাওয়া। জিও, এয়ারটেল এবং ভিআই তিন টেলিকম সংস্থায় একযোগে তাদের ট্যারিফ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এই তিন টেলিকম সংস্থা গত কয়েক মাস ধরেই ট্যারিফ রেট বৃদ্ধি করার কথা জানাচ্ছিলো, শেষমেষ জুন মাসের শেষের দিকে তারা জানিয়ে দেয় ৩ জুলাই থেকে নতুন ট্যারিফ কার্যকর হবে।

বেসরকারি তিন টেলিকম সংস্থার তরফ থেকে তাদের রিচার্জ প্ল্যান অর্থাৎ নতুন ট্যারিফ রেট ঘোষণার পর সাধারণ মোবাইল ব্যবহারকারীদের মনে শুধু একটি প্রশ্ন আর সেই প্রশ্নটি হল, এবার কত টাকা খরচ বাড়বে তাদের মোবাইল চালানোর জন্য। রিচার্জ প্ল্যানের ফারাকের পরিপ্রেক্ষিতে ১১ শতাংশ থেকে শুরু করে ২৫ শতাংশ পর্যন্ত খরচ বাড়তে চলেছে। এক্ষেত্রে সবচেয়ে সস্তায় কত টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি (28 Days Recharge Plan) পাওয়া যাবে তা নিয়েই এখন প্রশ্ন।

Jio: দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিওর দিকে নজর রাখলে ট্যারিফ রেট বৃদ্ধি পাওয়ার পর জিওর সবচেয়ে সস্তায় ২৮ দিনের ভ্যালিডিটি রয়েছে এমন রিচার্জ প্ল্যান হল ১৮৯ টাকা। এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা ২৮ দিনের ভ্যালিডিটি পাওয়ার পাশাপাশি পাবেন আনলিমিটেড কল এবং ২ জিবি 4G ডেটা ও ৩০০ টি এসএমএস। যাদের বাড়িতে ব্রডব্যান্ড সহ অন্যান্য ইন্টারনেট কানেকশন রয়েছে তারা অনেকেই এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করে থাকেন। আগে এই রিচার্জ প্ল্যানটির জন্য খরচ করতে হতো মাত্র ১৫৫ টাকা।

আরও পড়ুন 👉 BSNL Offer: Jio, Airtel, Vi এর উল্টো পথে হাঁটল BSNL, প্ল্যানের দাম বাড়ানোর বদলে বাড়িয়ে দিল সুবিধা

Airtel: দাম বাড়ার পর এয়ারটেলের সবচেয়ে কমে যে ২৮ দিনের ভ্যালিডিটি সহ রিচার্জটি রয়েছে সেটি হল ১৯৯ টাকা। আগে এই রিচার্জ প্ল্যানটি দাম ছিল ১৭৯ টাকা। এই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা আনলিমিটেড কল পাবেন এবং তার সঙ্গে পাবেন ২ জিবি 4G ডেটা ও ১০০ টি এসএমএস।

Vi: দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়ার যে রিচার্জ প্ল্যানটি এখন সবচেয়ে সস্তায় ২৮ দিন ভ্যালিডিটি দিচ্ছে সেই রিচার্জ প্ল্যানটি হল ১৯৯ টাকা। এতে গ্রাহকরা আনলিমিটেড কল পাবেন এবং পাবেন ২ জিবি 4G ডেটা। এছাড়াও প্রতিদিন ১০০ টি করে এসএমএস দেওয়া হবে। ভোডাফোন আইডিয়া এসএমএসের দিক দিয়ে অন্যান্য সংস্থাগুলির থেকে বেশি সুবিধা দিচ্ছে এই রিচার্জ প্ল্যানে।