নিজস্ব প্রতিবেদন : ডিসেম্বর মাসের শুরুতেই নিজেদের দর বাড়িয়ে নতুন ট্যারিফ ঘোষণা করেছিল Airtel ও Vodafone Idea। তারপরেই নতুন প্ল্যান নিয়ে আসে Jio। অন্যদিকে Bsnl ট্যুইটার হ্যান্ডেলে তাদেরও প্রিপেড প্ল্যান ঘোষণা করে। Jio, Airtel, Vodafone -Idea প্রিপেড প্ল্যানের দাম আগের থেকে ৩৯ – ৪২ শতাংশ বাড়ায়। যদিও Bsnl -এর কোনো বাড়তি খরচ এখনো ঘোষণা হয়নি। এই সকল টেলিকম সংস্থার প্রিপেড প্ল্যানের পার্থক্য কোথায়? দেখে নিন।
Advertisements
Advertisements
Vodafone
Advertisements
- ৪৯ টাকা – টকটাইম ৩৮ টাকা, কলরেট ২.৫ প/সে, ২৮ দিন।
- ৭৯ টাকা – টকটাইম ৬৪ টাকা, কলরেট ১প/সে, ২৮ দিন।
- ১৪৯ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট), ২৮ দিন, ২ জিবি ডেটা, ৩০০ এসএমএস।
- ২৪৯ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট), ২৮ দিন, ১.৫ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।
- ২৯৯ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট), ২৮ দিন, ২ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।
- ৩৯৯ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট), ২৮ দিন, ৩ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।
- ৩৭৯ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট), ৮৪ দিন, ৬ জিবি ডেটা, ১০০০ এসএমএস।
- ৫৯৯ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট), ৮৪ দিন, ১.৫ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।
- ৬৯৯ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট), ৮৪ দিন, ২ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।
- ১৪৯৯ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে ১২০০০ মিনিট), ৩৬৫ দিন, ২৪ জিবি ডেটা, ৩৬০০ এসএমএস।
- ২৩৯৯ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে ১২০০০ মিনিট), ৩৬৫ দিন, ১.৫ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।
Airtel
- ৪৯ টাকা – টকটাইম ৩৮.৫২ টাকা, ২৮ দিন।
- ৭৯ টাকা – টকটাইম ৬৩.৯৫ টাকা, ২৮ দিন।
- ১৪৮ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে নিদিষ্ট মিনিট), ২৮ দিন, ২ জিবি ডেটা, ৩০০ এসএমএস।
- ২৪৮ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে নিদিষ্ট মিনিট), ২৮ দিন, ১.৫ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।
- ২৯৮ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে নিদিষ্ট মিনিট), ২৮ দিন, ২ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।
- ৫৯৮ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে নিদিষ্ট মিনিট), ৮৪ দিন, ১.৫ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।
- ৬৯৮ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে নিদিষ্ট মিনিট), ৮৪ দিন, ২ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।
- ১৪৯৮ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে নিদিষ্ট মিনিট), ৩৬৫ দিন, ২৪ জিবি ডেটা, ৩৬০০ এসএমএস।
- ২৩৯৮ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে নিদিষ্ট মিনিট), ৩৬৫ দিন, ১.৫ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।
Jio
- ১৯৯ টাকা – ১.৫ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট। বৈধতা ২৮ দিন।
- ২৪৯ টাকা – ২ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট। বৈধতা ২৮ দিন।
- ৩৪৯ টাকা – ৩ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট। বৈধতা ২৮ দিন।
- ৩৯৯ টাকা – ১.৫ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট। বৈধতা ৫৬ দিন।
- ৪৪৪ টাকা – ২ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট। বৈধতা ৫৬ দিন।
- ৫৫৫ টাকা – ১.৫ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট। বৈধতা ৮৪ দিন।
- ৫৯৯ টাকা – ২ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট। বৈধতা ৮৪ দিন।
- এছাড়াও রয়েছে ১২৯ টাকা, ৩২৯ টাকা ও ১২৯৯ টাকার তিনটি প্ল্যান। যেগুলিতে ডেটা নির্দিষ্ট ও কল ভ্যালিডিটি আলাদা আলাদা।
Jio Phone
- ৭৫ টাকা – ০.১ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ৫০০ মিনিট। বৈধতা ২৮ দিন।
- ১২৫ টাকা – ০.৫ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ৫০০ মিনিট। বৈধতা ২৮ দিন।
- ১৫৫ টাকা – ১ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ৫০০ মিনিট। বৈধতা ২৮ দিন।
- ১৮৫ টাকা – ২ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ৫০০ মিনিট। বৈধতা ২৮ দিন।
- এছাড়াও রয়েছে ৪৯ টাকা, ৯৯ টাকা ও বেশি ভ্যালিডিটির বেশ কিছু জিও ফোন প্ল্যান, যেগুলি রিচার্জ করলে আলাদা টকটাইম রিচার্জ করতে হবে অন্য নেটওয়ার্কে কল করার জন্য। অন্য নেটওয়ার্কে কল করতে মিনিটে ৬ পয়সা করে চার্জ নেওয়া হবে।
Bsnl (3G)
- ৯৭ টাকা – আনলিমিটেড কল, প্রতিদিন ২ জিবি আনলিমিটেড ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস। বৈধতা ১৮ দিন।
- ৯৯ টাকা – আনলিমিটেড কল, বৈধতা ২৪ দিন।
- ৯৮ টাকা – প্রতিদিন ২ জিবি আনলিমিটেড ডেটা। বৈধতা ২৮ দিন।
- ১০৮ টাকা – আনলিমিটেড কল, প্রতিদিন ১ জিবি আনলিমিটেড ডেটা, ৫০০ এসএমএস। বৈধতা ২৮ দিন।
- ১১৮ টাকা – আনলিমিটেড কল, প্রতিদিন ০.৫ জিবি আনলিমিটেড ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস। বৈধতা ২৮ দিন।
- ১৫৩ টাকা – আনলিমিটেড কল, প্রতিদিন ১.৫ জিবি আনলিমিটেড ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস। বৈধতা ২৮ দিন।
- ১৮৬ টাকা – আনলিমিটেড কল, প্রতিদিন ৩ জিবি আনলিমিটেড ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস। বৈধতা ২৮ দিন।
- ৩১৯ টাকা – আনলিমিটেড কল। বৈধতা ৮৪ দিন।
- ৩৯৯ টাকা – আনলিমিটেড কল, প্রতিদিন ১ জিবি আনলিমিটেড ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস। বৈধতা ৮০ দিন।
- ৪২৯ টাকা – আনলিমিটেড কল, প্রতিদিন ১ জিবি আনলিমিটেড ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস। বৈধতা ৮১ দিন।
- ৪৮৫ টাকা – আনলিমিটেড কল, প্রতিদিন ১.৫ জিবি আনলিমিটেড ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস। বৈধতা ৯০ দিন।
- ৬৬৬ টাকা – আনলিমিটেড কল, প্রতিদিন ১.৫ জিবি আনলিমিটেড ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস। বৈধতা ১৩৪ দিন।
- ১৬৯৯ টাকা – আনলিমিটেড কল, প্রতিদিন ২ জিবি আনলিমিটেড ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস। বৈধতা ৩৬৫ দিন।
প্রসঙ্গত, বিএসএনএলের ৪জি পরিষেবা এখনো চালু হয়নি। আর তারা এখনো প্রিপেড প্ল্যানের দাম বাড়ানোর কথাও ঘোষণা করেনি। বরং গত ৪ই ডিসেম্বর তারা তাদের নতুন ট্যারিফ প্ল্যান ট্যুইটার হ্যান্ডেলে প্রকাশ করে।
Advertisements