দাম বাড়ার আগে Jio, Airtel, Vodafone গ্রাহকরা এই প্ল্যানগুলি রিচার্জ করে লাভ ওঠান

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় বাজারে দিনের পর দিন লোকসানের সম্মুখীন টেলিকম সংস্থাগুলি। আর এই লোকসান থেকে বাঁচতে সিদ্ধান্ত একজোটে ট্যারিফ প্ল্যান বাড়ানোর। টেলিকম সংস্থাগুলির নতুন এই সিদ্ধান্তে সমস্যায় পড়তে চলছে গ্রাহক। এসপ্তাহেই জিও, ভোডাফোন আইডিয়া ও এয়ারটেল একজোটে ঘোষণা করে ১লা ডিসেম্বর থেকে তাদের প্ল্যানের দাম বাড়ানো হবে। সবার প্রথম এই ঘোষণা করে ভোডাফোন আইডিয়া। এরপর একে একে এয়ারটেল, জিও আর সবার শেষে বিএসএনএলও একই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে গ্রাহকদের পকেট থেকে আলাদা করে টাকা খসবে তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, ভারতে অন্যান্য উন্নত দেশগুলির তুলনায় মোবাইল খরচ অনেক কম। কিন্তু কত বাড়তে পারে মাশুল! যদিও এবিষয়ে সঠিকভাবে কোনো সংস্থাই এখনো পর্যন্ত কিছু জানায়নি। তবে দাম বাড়ার আগে বেশকিছু প্ল্যান রয়েছে প্রতিটি সংস্থাতেই, যেগুলি রিচার্জ করলে গ্রাহকরা লাভে থাকবেন।

এয়ারটেল –

  • ৩৯৯ টাকা : প্রতিদিন ১.৪ জিবি ইন্টারনেট, বৈধতা ৮৪ দিন।
  • ৪৪৮ টাকা : প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট, বৈধতা ৮২ দিন।
  • ৯৯৮ টাকা : বৈধতা ৩৩৬ দিন। সাথে মোট ১২ জিবি ইন্টারনেট।
  • ১৬৯৯ টাকা : প্রতিদিন ১.৪ জিবি ইন্টারনেট। বৈধতা ৩৬৫ দিন।
  • প্রতিটি প্ল্যানের সাথে রয়েছে আনলিমিটেড কলের সুবিধা।

ভোডাফোন –

  • ৩৯৯ টাকা : প্রতিদিন ১ জিবি ইন্টারনেট, বৈধতা ৮৪ দিন।
  • ৪৫৮ টাকা : ১.৫ জিবি ইন্টারনেট প্রতিদিন। বৈধতা ৮৪ দিন।
  • ৫০৯ টাকা : ১.৫ জিবি ইন্টারনেট প্রতিদিন। বৈধতা ৯০ দিন।
  • ১৬৯৯ টাকা : ১ জিবি ইন্টারনেট প্রতিদিন। বৈধতা ৩৬৫ দিন।
  • প্রতিটি প্ল্যানের সাথে রয়েছে আনলিমিটেড কলেজ সুবিধা।

ভয়েস কল

  • ১২৯ টাকা : আনলিমিটেড কলের সাথে মাসে ২ জিবি ইন্টারনেট। বৈধতা ২৮ দিন।
  • ৫৯৯ টাকা : আনলিমিটেড কলের বৈধতা ১৮০ দিন। সাথে পাবেন ৬ জিবি ইন্টারনেট।
  • ৯৯৯ টাকা : আনলিমিটেড কলের বৈধতা ৩৬৫ দিন। সাথে পাবেন ১২ জিবি ইন্টারনেট।

জিও –

  • ১৬৯৯ টাকা : ১.৫ জিবি ইন্টারনেট প্রতিদিন, জিও থেকে জিও আনলিমিটেড কল, বৈধতা ৩৬৫ দিন।
  • ৫৫৫ টাকা : ২ জিবি ইন্টারনেট প্রতিদিন, জিও থেকে জিও আনলিমিটেড কল, অন্যান্য মোবাইলে ৩০০০ মিনিট, বৈধতা তিন মাস।
  • ৪৪৪ টাকা : ২ জিবি ইন্টারনেট প্রতিদিন, জিও থেকে জিও আনলিমিটেড কল, অন্যান্য মোবাইলে ১০০০ মিনিট, বৈধতা তিন মাস।