Advertisements

Jio vs Airtel: ৪৯ টাকার রিচার্জ প্ল্যান আনল জিও ও এয়ারটেল, মিলছে এইসব সুবিধা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে দুই টেলিকম সংস্থা জিও এবং এয়ারটেল নিজেদের মধ্যে সব সময় প্রতিযোগিতা চালিয়ে থাকে। এই দুই টেলিকম সংস্থা একে অপরকে টেক্কা দেওয়ার জন্য প্রতিদিনই কোন না কোন পরিকল্পনা গ্রহণ করছে। 4G থেকে শুরু করে 5G, রিচার্জ প্ল্যান থেকে শুরু করে ডেটা সবেতেই এই দুই টেলিকম সংস্থার মধ্যে চলছে জোর টক্কর।

Advertisements

সম্প্রতি জিও এবং এয়ারটেল দুই টেলিকম সংস্থা ৪৯ টাকার রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। দুই টেলিকম সংস্থায় ৪৯ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকদের একই রকম সুবিধা দিচ্ছে। তবে সবসময়ই যেন কিছুটা হলেও এগিয়ে রয়েছে মুকেশ আম্বানির জিও। একই টাকায় দুটি সংস্থা রিচার্জ প্ল্যান আনলেও অফারের দিক দিয়ে কিন্তু জিও এয়ারটেলকে কিছুটা হলেও পিছনে ফেলে দিয়েছে।

Advertisements

৪৯ টাকার রিচার্জ প্ল্যানে এয়ারটেল গ্রাহকরা আনলিমিটেড ডেটা পাবেন। সংস্থার তরফ থেকে আনলিমিটেড ডেটা বলা হলেও অবশ্য দেওয়া হচ্ছে হাইস্পিড ২০ জিবি ডেটা। এই রিচার্জ প্ল্যানের বৈধতা মাত্র একদিনের জন্য। তবে এর সঙ্গে সঙ্গে এয়ারটেল ৩০ দিনের জন্য Wynk প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিচ্ছে। এর সংস্থার তরফ থেকে দুদিনের জন্য ৭৯ টাকার একটি ডেটা রিচার্জ প্ল্যান আনা হয়েছে। তবে এই রিচার্জ প্ল্যানের সুবিধা পেতে হলে গ্রাহকদের নম্বরে একটি অ্যাক্টিভ প্ল্যান থাকতে হবে।

Advertisements

আরও পড়ুন ? Jio Cheap Plan: দিনে খরচ মাত্র ২০ টাকা! বাম্পার অফার দিচ্ছে Jio, মিলবে হাই স্পিড ডেটার সঙ্গে অনেক কিছু

জিওর তরফ থেকে ৪৯ টাকার যে রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে সেটিতেও আনলিমিটেড ডেটা দেওয়া হচ্ছে। তবে এদেরও আনলিমিটেড ডেটা মানে ২৫ জিবি হাই স্পিড ডেটা। সংস্থার তরফ থেকে আর অন্য কোন অফার দেওয়া হচ্ছে না এই রিচার্জ প্ল্যানটির সঙ্গে। মূলত ক্রিকেট অফার হিসাবে জিও এই রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এয়ারটেলের মত জিওর এই রিচার্জ প্ল্যানের সুবিধা নিতে হলেও কিন্তু গ্রাহকের নম্বরে যেকোনো একটি অ্যাক্টিভ প্ল্যান থাকতে হবে।

জিও এবং এয়ারটেল একই দামের দুটি রিচার্জ প্ল্যান লঞ্চ করলেও ডেটার সুবিধার দিক দিয়ে কিন্তু জিও অনেকটাই এগিয়ে রয়েছে। কেননা তারা ৫ জিবি বাড়তি ডেটা দিচ্ছে গ্রাহকদের। আবার যদি Wynk পরিষেবার কথা ভাবা হয় তাহলে Airtel গ্রাহকদের বেশি সুবিধা দিচ্ছে। কেননা তারা Wynk প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিচ্ছে ৩০ দিনের জন্য। এক্ষেত্রে গ্রাহকদের পছন্দের উপর নির্ভর করছে কোন রিচার্জ প্ল্যানটি বেশি সুবিধাজনক তা।

Advertisements