Jio Announces Tariff Hike: মাথায় হাত জিও গ্রাহকদের, বাড়ল রিচার্জ খরচ, এবার খসবে অনেক বেশি টাকা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত কয়েক মাস ধরেই মোবাইল খরচ বাড়বে তা আন্দাজ করা গিয়েছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমের পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছিল, টেলিকম সংস্থাগুলি তাদের ট্যারিফ রেট বৃদ্ধি করবে। আর সেই আন্দাজই এখন বাস্তবের রূপ নিতে চলেছে। কেননা দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও তাদের ট্যারিফ রেট বৃদ্ধি (Jio Announces Tariff Hike) করার ঘোষণা করে দিল।

Advertisements

ট্যারিফ রেট বৃদ্ধি করার বিষয়ে সবসময় এয়ারটেলের মত টেলিকম সংস্থা মুখিয়ে থাকলেও এবার সবার প্রথম সেই কাজটি করলো জিও। সূত্র মারফত জানা যাচ্ছে, নতুন যে ট্যারিফ প্ল্যান আনা হয়েছে সংস্থার তরফ থেকে সেই প্ল্যান অনুযায়ী অন্ততপক্ষে ১২.৫% থেকে ২৫ শতাংশ খরচ বেড়ে যাবে গ্রাহকদের। নতুন ট্যারিড প্ল্যান কার্যকর হবে আগামী ৩ জুলাই থেকে বলেই খবর।

Advertisements

মোট ১৯ টি রিচার্জ প্ল্যানের দাম সংস্থার তরফ থেকে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সংস্থার তরফ থেকে সেই সকল গ্রাহকদের স্বস্তি দেওয়া হয়েছে যাদের জিও ভারত এবং জিও ফোন রয়েছে। সংস্থার তরফ থেকে যে ১৯ টি রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে ১৭টি প্রিপেড প্ল্যান এবং দুটি রয়েছে পোস্টপেড প্ল্যান। চলুন দেখে নেওয়া যাক কোন কোন রিচার্জ প্ল্যানের দাম কতটা বাড়ছে।

Advertisements

আরও পড়ুন ? Jio vs Airtel: চাপে পড়ে গেল জিও! দুম করে একটি রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ১৪ দিন বাড়িয়ে দিল এয়ারটেল

১৫৫ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ১৮৯ টাকা, ২০৯ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ২৪৯ টাকা, ২৩৯ টাকার রিচার্জ প্ল্যানের খরচ বেড়ে হবে ২৯৯ টাকা, ২৯৯ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ৩৪৯ টাকা, ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ৩৯৯ টাকা, ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ৪৪৯ টাকা, ৪৭৯ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ৫৭৯ টাকা, ৫৩৩ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ৬২৯ টাকা, ৩৯৫ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ৪৭৯ টাকা, ৫৩৩ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ৬২৯ টাকা, ৬৬৬ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ৭৯৯ টাকা।

এছাড়াও ৭১৯ টাকা বেড়ে ৮৫৯, ৯৯৯ টাকা বেড়ে ১১৯৯, ১৫৫৯ টাকা বেড়ে ১৮৯৯, ২৯৯৯ টাকা বেড়ে ৩৫৯৯ টাকা হবে। এছাড়াও পোস্টপেইড প্ল্যান ২৯৯ টাকা বেড়ে ৩৪৯, ৩৯৯ টাকা বেড়ে ৪৪৯ টাকা হবে। যে সকল অ্যাড অন প্ল্যান রয়েছে তার মধ্যে ১৫ টাকার প্ল্যানটির দাম বেড়ে হবে ১৯ টাকা, ২৫ টাকার প্ল্যানটির দাম বেড়ে হবে ২৯ টাকা এবং ৬১ টাকার প্ল্যানটির দাম বেড়ে হবে ৬৯ টাকা।

Advertisements