এক রিচার্জেই ঝামেলা শেষ! Jio-র এই ৫ রিচার্জে হবে পয়সা উসুল

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় টেলিকম সংস্থাটি হলো Jio। মুকেশ আম্বানির (Mukesh Ambani) এই টেলিকম সংস্থা দেশের সবচেয়ে বেশি গ্রাহক নিয়ে ব্যবসা চালাচ্ছে। মূলত অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় সস্তা এবং নতুন নতুন নানান পরিষেবার কারণেই গ্রাহকরা এই টেলিকম সংস্থার দিকে ঝুঁকে থাকেন। এমনিতেই অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় অনেক কম খরচে পরিষেবা দেয় Jio, তবে তার থেকেও খরচ কম করতে হলে গ্রাহকদের রিচার্জ করতে হবে এই পাঁচটি রিচার্জ প্ল্যান।

১) প্রতি মাসে মাসে রিচার্জ করার তুলনায় যদি কোন গ্রাহক ৩২২৭ টাকা দিয়ে একবার রিচার্জ করেন তাহলে তার অনেক খরচ বাঁচবে। এতে গ্রাহকরা পাবেন প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি করে SMS, জিও অ্যাপ সাবস্ক্রিপশন এবং Amazon Prime মোবাইল সাবস্ক্রিপশন। ভালিডিটি মিলবে ৩৬৫ দিন।

২) একই রকম ভাবে খরচ বাঁচাতে প্রতি মাসে মাসে রিচার্জ করার পরিবর্তে যদি কোন গ্রাহক একবারে ৩৬৬২ টাকা রিচার্জ করেন তাহলে তার খরচ অনেক বেঁচে যাবে। এতে গ্রাহকরা পাবেন প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি করে SMS, জিও অ্যাপ সাবস্ক্রিপশন এবং SonyLIV, ZEE5 সাবস্ক্রিপশন। ভালিডিটি মিলবে ৩৬৫ দিন।

৩) খরচ বাঁচানোর আরও একটি রিচার্জ প্ল্যান হলো ৩২২৫ টাকার। এতে গ্রাহকরা পাবেন প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি করে SMS, জিও অ্যাপ সাবস্ক্রিপশন এবং ZEE5 সাবস্ক্রিপশন। ভালিডিটি মিলবে ৩৬৫ দিন।

৪) খরচ বাঁচাতে একবারেই রিচার্জ করে ফেলুন ৩১৭৮ টাকা। এতে গ্রাহকরা পাবেন প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি করে SMS, জিও অ্যাপ সাবস্ক্রিপশন। ভালিডিটি মিলবে ৩৬৫ দিন।

৫) সবদিক দিয়ে খরচ বাঁচবে এই রকম একটি জিও রিচার্জ প্ল্যান হলো ২৫৪৫ টাকা। এতে গ্রাহকরা পাবেন প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি করে SMS, জিও অ্যাপ সাবস্ক্রিপশন। ভালিডিটি মিলবে ৩৩৬ দিন।