নিজস্ব প্রতিবেদন : Jio এমন একটি টেলিকম সংস্থা যা ভারতের টেলিকম জগতে একের পর এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। এই টেলিকম সংস্থার তরফ থেকেই ভারতে প্রথম 4G পরিষেবা লঞ্চ করা হয়। এরপর আবার এই টেলিকম সংস্থাই ভারতের প্রথম 5G পরিষেবা লঞ্চ করে। এবার এই টেলিকম সংস্থার তরফ থেকে এমন একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করা হলো যা টেলিকম জগতে সবচেয়ে সস্তার।
Jio-র তরফ থেকে তাদের গ্রাহকদের জন্য যে সকল রিচার্জ প্ল্যান রয়েছে সেগুলি সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু হয় এবং রয়েছে ৩০০০ টাকার বেশি পর্যন্ত। এক্ষেত্রে গ্রাহকরা তাদের সুবিধা এবং চাহিদা মত রিচার্জ করে থাকেন। এছাড়াও যাদের ইন্টারনেট প্রয়োজন হয় না তাদের জন্যও একাধিক রিচার্জ প্ল্যান আনা হয়েছে সংস্থার তরফ থেকে।
সম্প্রতি সংস্থার তরফ থেকে ৩৯৫ টাকার যে রিচার্জ প্ল্যানটি আনা হয়েছে সেটি সেই সকল গ্রাহকদের জন্য যাদের ইন্টারনেট প্রয়োজন হয় না এবং কেবলমাত্র ফোন কল বেশি পরিমাণে ব্যবহার হয়। এই নতুন রিচার্জ প্ল্যানের পরিপ্রেক্ষিতে সেই সকল গ্রাহকদের খরচ আরও কমে যাচ্ছে এবং হিসাব করলে দেখা যাবে মাসে ১৪০ টাকারও কম খরচ হচ্ছে।
৩৯৫ টাকায় গ্রাহকরা পাবেন ৮৪ দিনের ভ্যালিডিটি। এর সঙ্গে রয়েছে মোট 6 GB ডেটা। এতে হাইস্পিড ৬ জিবি ডেটার ব্যবহার শেষ হলে ইন্টারনেটের স্পিড পাওয়া যাবে ৬৪ কেবিপিএস। এছাড়াও, গ্রাহকরা পাবেন ১০০০ টি ফ্রি SMS। অতিরিক্ত সুবিধার ব্যবহারকারীরা পাবেন Jio-র OTT সাবস্ক্রিপশন বিনামূল্যে। Jio TV, JioCinema, JioSecurity এবং JioCloud ব্যবহার করতে পারেন।
এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করার জন্য গ্রাহকদের MyJio অ্যাপ ব্যবহার করতে হবে। সেখানে Value নামে যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির মধ্যে এই রিচার্জ প্ল্যান পাওয়া যাবে।