এসে গেল Jio সুপার Diesel, লক্ষ লক্ষ টাকা বাঁচবে গাড়ি মালিকদের

নিজস্ব প্রতিবেদন : দু’চাকার যানবাহন চলে পেট্রোলে আর চার চাকা চলে পেট্রোল অথবা ডিজেলে। তবে বড় বড় যানবাহন চালানোর ক্ষেত্রে ডিজেল আবশ্যিক। পেট্রোলের ক্ষেত্রে আগে থেকে পাওয়া যায় পাওয়ার পেট্রোল বা অন্য নামের উচ্চ গুণগত সম্পন্ন পেট্রোল। কিন্তু এবার ডিজেলের ক্ষেত্রেও এই ধরনের ডিজেল মিলবে আর এই উন্নতমানের ডিজেল নিয়ে হাজির Jio সুপার Diesel। এর ব্যবহারে মাইলেজ অনেকটাই বৃদ্ধি পাবে এবং গাড়ি মালিকদের বছরে লক্ষ লক্ষ টাকা সাশ্রয় হবে।

উন্নতমানের এমন ডিজেল Jio-BP আউটলেটগুলিতে পাওয়া মিলবে। অ্যাক্টিভ টেকনোলজি ব্যবহার করে এমন ডিজেল তৈরি করা হয়েছে। সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে, নতুন এই ডিজেল জ্বালানি খরচ অনেক কমাবে। এর ফলে প্রতি গাড়ি পিছু বছরে ১.১ লক্ষ টাকা সাশ্রয় হবে। ডিজেল চালিত লরি অথবা অন্যান্য যানবাহনের মাইলেজ ৪.৩ শতাংশ বৃদ্ধি পাবে।

এমনিতে পেট্রোল পাম্পে জ্বালানি ভরতে যাওয়ার সময় দেখা যায় সাধারণ পেট্রোলের তুলনায় পাওয়ার পেট্রোলের দাম অনেক বেশি। কিন্তু উন্নতমানের সুপার ডিজেল ক্রয় করার জন্য গ্রাহকদের বাড়তি কোন টাকা খরচ করতে হবে না। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, সাধারণ ডিজেলের দামেই পাওয়া যাবে উন্নতমানের সুপার ডিজেল।

এর পাশাপাশি নতুন ধরনের এই ডিজেল ব্যবহার করার ফলে গাড়ির ইঞ্জিনের স্বাস্থ্য অনেক ভালো থাকবে বলেও সংস্থার তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। যেখানে বলা হয়েছে নতুন এই ডিজেল ব্যবহার করলে ইঞ্জিনের ভিতর বিভিন্ন অংশে যে ধরনের ময়লা জমে থাকে তা সহজেই বেরিয়ে যাবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে নতুন করে ময়লা না জমে সেই দিকটিও নতুন এই ডিজেল খেয়াল রাখবে। ফলে ইঞ্জিনের রক্ষণাবেক্ষণের খরচ কমে যাবে।

এর পাশাপাশি জিও বিপি সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এই ডিজেলের মধ্যে রয়েছে অ্যান্টি ফোম এজেন্ট, ডেলিভারিং ক্লিনার এবং অতি দ্রুত তেল ভর্তি করার ক্ষমতা। এর ফলে খুব কম সময়ের মধ্যে বড় বড় ট্রাকগুলিতে জ্বালানি ভরা সম্ভব হবে। নতুন এই প্রযুক্তি আবিষ্কারের জন্য দীর্ঘদিন ধরেই পরীক্ষা-নিরীক্ষা চলছিল এবং অবশেষে এর ফলাফল মিলেছে।