Jio -র ১৪৯ টাকার প্ল্যানে বদল, আবার এলো নতুন রূপে

নিজস্ব প্রতিবেদন : রিলায়েন্স জিও ৬ই ডিসেম্বর থেকে তাদের নতুন ট্যারিফ প্ল্যান চালু করে দেয় পূর্ব ঘোষণা মত। নতুন এই ঘোষণা হয় প্ল্যানে ৪০% খরচ বেড়েছে গ্রাহকদের। অন্যদিকে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া গত ৩ তারিখ নতুন প্ল্যান বাজারে আনে। যাতে দেখা যাচ্ছে, গ্রাহকদের খরচ বেড়েছে প্রায় ৪২%।

কিন্তু গতকাল হঠাৎ করে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া ঘোষণা করে, ৩ তারিখ চালু হওয়া প্ল্যানগুলিতে অন্য নেটওয়ার্কে কল করার জন্য যে ১০০০ মিনিট বেঁধে দেওয়া ছিল, তা তুলে নেওয়া হচ্ছে। অর্থাৎ ৭ই ডিসেম্বর থেকে তাদের গ্রাহকরা যে কোনো নেটওয়ার্কে একদম আনলিমিটেড কথা বলার সুযোগ পাবেন। পাশাপাশি তারা আরও দুটি নতুন প্ল্যান নিয়ে আসে ২১৯ ও ৩৯৯ টাকার। এরপরেই আজ ফের জিও তাদের উঠিয়ে নেওয়া All in One প্ল্যান ১৪৯ টাকা ফিরিয়ে আনলো, তবে তাতে কিছু পরিবর্তন করে।

এখন থেকে জিও গ্রাহকরা ১৪৯ টাকা রিচার্জ করলে পাবেন প্রতিদিন ১ জিবি করে ইন্টারনেট, আনলিমিটেড জিও থেকে কলের সুবিধা, ১০০ টি করে প্রতিদিন এসএমএস আর অন্য নেটওয়ার্কে কল করার জন্য ৩০০ মিনিট। ৩০০ মিনিটের পর মিনিটে ৬ পয়সা করে ধার্য হবে। ভ্যালিডিটি ২৪ দিন। অর্থাৎ এই প্ল্যানে আগের থেকে প্রতিদিন ৫০০ এমবি করে ডেটা কমিয়ে দেওয়া হয়েছে।

এছাড়াও জিও ৬ই ডিসেম্বর থেকে লাগু হওয়া নতুন প্ল্যানগুলিও রয়েছে। যেগুলি ১২৯, ১৯৯, ২৪৯, ৩২৯, ৩৪৯, ৩৯৯, ৪৪৪, ৫৫৫, ৫৯৯, ১২৯৯ টাকার ইত্যাদি।