নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দেওয়া টেলিকম সংস্থার নাম হল Jio। এই টেলিকম সংস্থা আসার আগে পর্যন্ত মোবাইল ব্যবহারকারীদের কাছে ইন্টারনেট, আনলিমিটেড কল দুঃসাধ্য বিষয় ছিল। তবে দেখতে দেখতে এই টেলিকম সংস্থার পথে হেঁটে অন্যান্য টেলিকম সংস্থাগুলিও খরচ কম করতে বাধ্য হয়েছে।
বৈপ্লবিক পরিবর্তন এনে দেওয়া টেলিকম সংস্থা জিও ধীরে ধীরে দেশের সবচেয়ে বড় সংখ্যার মানুষের মন জয় করে তাদের নিজেদের ঝুলিতে পুড়তে সক্ষম হয়েছে। সবার পরে বাজারে আসা এই টেলিকম সংস্থায় এখন দেশের বৃহত্তম টেলিকম সংস্থা, যার গ্রাহক সংখ্যা অন্ততপক্ষে ৪০ কোটির বেশি।
ইংরেজি নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য যখন বিভিন্ন সংস্থা তাদের গ্রাহকদের জন্য নতুন নতুন অফার দিতে শুরু করেছে সেই সময় Jio তাদের গ্রাহকদের জন্য সস্তায় দুটি রিচার্জ প্ল্যান নিয়ে এলো। এই দুটি রিচার্জ প্ল্যান অন্যান্য যে কোন টেলিকম সংস্থার তুলনায় সস্তা। যে কারণে বলাই যেতে পারে সবচেয়ে সস্তায় নতুন বছরে নতুন অফার লঞ্চ করল জিও।
নতুন যে দুটি রিচার্জ প্ল্যান আনা হয়েছে সেই দুটি রিচার্জ প্ল্যান হলো ২০২৩ এবং ২৯৯৯ টাকার। নতুন বছর উপলক্ষে এই দুটি রিচার্জ প্ল্যান আনা হয়েছে। ইতিমধ্যেই এই দুটি রিচার্জ প্ল্যান প্রতিটি গ্রাহকদের জন্য উপলব্ধ করা হয়েছে সংস্থার তরফ থেকে। তবে এই দুটি রিচার্জ প্ল্যান কত দিন পর্যন্ত উপলব্ধ থাকবে তা সম্পর্কে কিছু জানানো হয়নি।
২০২৩ এবং ২৯৯৯ টাকার দুটি রিচার্জ প্ল্যানিং গ্রাহকরা প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাবেন। ২০২৩ টাকায় গ্রাহকরা মোট ৬৩০ জিবি ডেটা পাবেন। এর ভ্যালিডিটি হলো ২৫২ দিন। এছাড়াও এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধা। একই অফার দেওয়া হচ্ছে ২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে। ২৯৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানের বৈধতা হলো ৩৬৫ দিন।