Jio IPO: IPO আনছে Jio! লক্ষ্মী লাভের এত থেকে বড় সুযোগ আর হতে পারে না মনে করছেন বিশেষজ্ঞরা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Jio brings IPO on Share Market: এখন আর কেউ শুধু শুধু অর্থ জমিয়ে রাখতে পছন্দ করেনা। জমানো অর্থ দিয়ে কিভাবে উপার্জন করা যায়? সেই চিন্তাই করে চলেছে সবাই। অল্প বিনিয়োগে অধিক আয় পেতে সবারই প্রথম পছন্দ শেয়ার মার্কেট বা বিভিন্ন মিউচুয়াল ফান্ড। আপনারও যদি শেয়ার মার্কেটের বিষয়ে আগ্রহ থেকে থাকে, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। শেয়ার মার্কেটের বাজারে সৃষ্টি হতে চলেছে আলোড়ন। খুব শীঘ্রই আসতে চলেছে সবচেয়ে বড় আইপিও (Jio IPO)। এই সম্পর্কিত বিস্তারিত খবর রইলো আজকের প্রতিবেদনে।

Advertisements

হিন্দু বিজনেস লাইনের পক্ষ থেকে পেশ করা একটি রিপোর্ট থেকে জানা গেছে, ধনকুবের মুকেশ আম্বানির হাত ধরে শেয়ার মার্কেটে ঘটতে পারে আলোড়ন। মুকেশ আম্বানির একাধিক ব্যবসার মধ্যে অন্যতম রিলায়েন্স জিও। সেই সংস্থারই আইপিও (Jio IPO) আনতে চলেছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে এই আইপিও বাজারে আনার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন রিলায়েন্স কর্তা। ভারতের ননলিস্টেড টেলিকম কোম্পানিগুলির মধ্যে সবথেকে বড় সংস্থা হল রিলায়েন্স জিও। সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যে লিস্টিং এর ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এই লিস্টিং এর মাধ্যমে সংস্থার টেলিকম ব্যবসা আরো ফুলেফেঁপে উঠতে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ। শেয়ার মার্কেটে আইপিও আনার সময় রিলায়েন্স কোম্পানির ভ্যালুয়েশন ১০০ বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisements

জিওর তরফ থেকে আনা আইপিওতে, কত টাকা দাম ধার্য করা হবে? তা এখনই খোলসা করে বলেনি কর্তৃপক্ষ। কিন্তু এত বড় আইপিও (Jio IPO) বাজারে আসতে চলেছে আর তা নিয়ে আলোচনা হবে না তা তো হতে পারে না। বিশেষজ্ঞদের মতে, রিলায়েন্স জিওর প্রতিটি শেয়ারের দাম ধার্য করা হতে পারে ১২০০ টাকা। এখনই রিলায়েন্স জিও কোম্পানির মূল ভ্যালুয়েশন রয়েছে ৮২ বিলিয়ন থেকে ৯৪ বিলিয়ন ডলারের মধ্যে। যখন শেয়ার মার্কেটে কোম্পানির পক্ষ থেকে আইপিও আনা হবে তখন এই কোম্পানির ভ্যালুয়েশন ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়া খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়। বরঞ্চ সেটাই ভীষণভাবে স্বাভাবিক।

Advertisements

আরও পড়ুন ? Jio New Offer: পুরো বিনামূল্যে একটি স্পেশাল সার্ভিস দিচ্ছে Jio, যা অন্য কেউ দেয় না

কোম্পানির ভ্যালুয়েশন যদি সত্যিই ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়, তাহলে শেয়ার মার্কেটের বাজারে রিলায়েন্স জিওর আইপিওই সব থেকে বড় আইপিও (Jio IPO) হিসেবে প্রকাশ পাবে। এখনো পর্যন্ত শেয়ার মার্কেটে সব থেকে বড় আইপিও এনেছে হোন্ডাই কোম্পানি। হোন্ডাই কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, তাদের বর্তমান আইপিওর পরিমাণ ২৫ হাজার কোটি টাকারও বেশি। রিলায়েন্স জিওর হোন্ডাই এর আইপিওকে টপকে যেতে পারে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে রিলায়েন্স জিওর আইপিও হোন্ডাই এর আইপিওর চেয়ে ২ থেকে ৩ গুণ বেশি হবে।

বর্তমানে টেলিকম সংস্থা এয়ারটেলের ভ্যালুয়েশন আছে ৭.৭৮ লক্ষ কোটি টাকা। ভোডাফোন আইডিয়া কম্পানির ভ্যালুয়েশন রয়েছে ৯৬ হাজার ৮৬৬ কোটি টাকা। আইপিওর (Jio IPO) লিস্টিং এর সময় জিও কোম্পানির ভ্যালুয়েশন যদি ১০০ ডলার বা ৮.২ লক্ষ্য কোটি টাকা হয়, তাহলে ভারতের সবচেয়ে বড় টেলিকম সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করবে রিলায়েন্স জিও। রিলায়েন্স কোম্পানি বহু বছর ধরে টেলিকমের ব্যবসা চালালেও জিও বাজারে এসছে মাত্র ৮ বছর আগে। ২০১৬ সালে রিলায়েন্স কোম্পানির পক্ষ থেকে প্রথম জিও টেলিকম ব্যবসাটিকে বাজারে নিয়ে আসা হয়। বাজারে আসা মাত্রই ব্যাপক ব্যাবসা করে জিও। ২০২০ সালে জিও নিজের কম্পানির বেশ কিছু অংশ বিক্রি করে গুগল, ফেসবুকের মত ১৩ টি বড় কোম্পানির কাছে।

Advertisements