Jio গ্রাহকদের জন্য সুখবর, ১১৯ টাকার প্ল্যানে যুক্ত করা হলো এই পরিষেবা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : BSNL বাদে দেশের প্রতিটি টেলিকম সংস্থা নিজেদের প্ল্যানের দাম বৃদ্ধি করেছে। এই সকল টেলিকম সংস্থা তাদের রিচার্জের দাম বৃদ্ধি করেছে ২০-২৫%। এমত অবস্থায় গ্রাহকদের কাছে মোবাইল ব্যবহার করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

Advertisements

অন্যদিকে আবার Vi, Airtel-এর মতো দুই টেলিকম সংস্থা আরও বেশি দামি হয়ে পড়েছে নিজেদের বেশকিছু সিদ্ধান্তের জন্য। যেমন তারা নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার পাশাপাশি এসএমএস পরিষেবার ক্ষেত্রেও নতুন নিয়ম চালু করেছে। নতুন নিয়ম অনুসারে Vi গ্রাহকদের এসএমএস পরিষেবা নিতে হলে ন্যূনতম রিচার্জ করতে হবে ১৭৯ টাকা। এক্ষেত্রে Airtel গ্রাহকদের রিচার্জ করতে হয় ন্যূনতম ১৫৫ টাকা।

Advertisements

এই দুই টেলিকম সংস্থার গ্রাহকরা ১৭৯ টাকার কম কোন রিচার্জ প্ল্যান রিচার্জ করলে কোনরকম আউটগোয়িং এসএমএস করার সুবিধা পাবেন না। এমন পরিস্থিতিতে Jio নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করলেও এসএমএস পরিষেবা নিয়ে তাদের গ্রাহকদের স্বস্তি দিল। এই স্বস্তি জিও গ্রাহকদের কাছে অবশ্যম্ভাবীভাবে সুখবর।

Advertisements

Jio সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, তাদের গ্রাহকরা ন্যূনতম ১১৯ টাকা রিচার্জ করলেই এসএমএস পরিষেবা পাবেন। অর্থাৎ জিও তাদের গ্রাহকদের ১১৯ টাকা রিচার্জ প্ল্যান থেকেই এসএমএস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্তের ফলে এই সংস্থার গ্রাহকরা ব্যাঙ্কিং থেকে শুরু করে MNP সহ বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন না।

১১৯ টাকার রিচার্জ প্ল্যানে জিও গ্রাহকরা পেয়ে থাকেন প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা, ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং মোট ৩০০টি এসএমএস। এই রিচার্জ প্ল্যানের বৈধতা হল ১৪ দিন।

Advertisements