Jio brought Superfast Internet Service for all: ইন্টারনেট এই মুহূর্তে প্রায় আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। পড়াশোনা হোক বা অফিসের কাজ, শপিং হোক বা টিকিট বুকিং করাই হোক সব ক্ষেত্রেই সবচেয়ে বেশি প্রাধান্য পায় অনলাইন পরিষেবা। তাই সমস্ত টেলিকম সংস্থাও গ্রাহকদের আরো বেশি পরিমাণ সুবিধা দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে। কয়েক বছর আগে জিও গ্রাহকদের আরও উন্নত পরিষেবা প্রদানের জন্য নিয়ে এসেছিল ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস। ১ টি ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা। এই পরিষেবাটিকে আরো উন্নত প্রযুক্তির সাথে সুপারফাস্ট ইন্টারনেট পরিষেবা হিসেবে (Superfast Internet Service) প্রকাশ করেছে জিও।
জিওর এফডব্লিউএ পরিষেবাটির নাম দেওয়া হয়েছিল জিও এয়ার ফাইবার। বর্তমানে সারাদেশ জুড়ে প্রায় ৬৯৫৬ টি শহরে এই পরিষেবা উপলব্ধ রয়েছে। বহু মানুষ এই সুপারফাস্ট ইন্টারনেট পরিষেবা (Superfast Internet Service) ব্যবহার করছেন। কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হয়েছে জিও ফাইবারের সাথে একসাথে ১২০ টি ডিভাইসকে যুক্ত করা যায়। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সম্পূর্ণ তথ্য জানা যায়নি। কর্তৃপক্ষের তরফ থেকে আরও জানানো হয়েছে, জিওর মোবাইল ইন্টারনেট যতই শক্তিশালী হয়ে উঠুক না কেন, কোন প্রকার প্রভাব ফেলতে পারবে না জিও ফাইবারের পরিষেবার উপর।
জিও ফাইবারের সুপারফাস্ট ইন্টারনেট পরিষেবা (Superfast Internet Service) সক্রিয় রাখার জন্য আলাদাভাবে একটি নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। ৩০ এমবিপিএস থেকে ১ জিবিপিএস অব্দি প্ল্যান রাখা হয়েছে জিও ফাইবারের ক্ষেত্রে। এই সুযোগ-সুবিধা গুলির জন্যই সাধারণ মানুষের মধ্যে জিও ফাইবার অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও জিও ফাইবারের সাথে অতিরিক্ত সুবিধা হিসেবে দেওয়া হয় জিও সেটটপ বক্স। এই সেটটপ বক্সের সাহায্যে ব্যবহারকারীরা একসাথে ১৫ টি টিভি চ্যানেল এবং ওটিটি প্লাটফর্মের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। সুপারফাস্ট ইন্টারনেট পরিষেবা (Superfast Internet Service) ছাড়াও বিনোদনের জন্য প্রায় সব রকম সুযোগ-সুবিধা থাকছে জিওর প্যাকেজে।
আরও পড়ুন ? JioEV Aries: EV গাড়ি চার্জ করার চিন্তা শেষ! দেখতে দেখতে হবে ফুল চার্জ, Jio নিয়ে এলো নতুন চার্জার
জিও এয়ার ফাইবারের সুপারফাস্ট ইন্টারনেট পরিষেবা (Superfast Internet Service) গ্রহণ করার জন্য বুকিং করাতে হয়। একাধিক বুকিং পদ্ধতি প্রচলিত রয়েছে জিও ফাইবারের জন্য। আপনি চাইলে আপনার নিকটস্থ জিও স্টোরে গিয়ে যোগাযোগ করতে পারেন। অনলাইনে জিওর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। ৬০০৮-৬০০৮ নম্বরে মিসডকল দিতে পারেন। এমনকি হোয়াটস্যাপের মাধ্যমেও যোগাযোগ করে আবেদন করতে পারেন জিও ফাইবার পরিষেবা গ্রহণ করার জন্য। মানুষের মধ্যে ইন্টারনেট পরিষেবা ব্যবহারের চাহিদা যত বাড়ছে তত উন্নত হচ্ছে ইন্টারনেট পরিষেবা। জিও যেভাবে দ্রুতগতিতে নিজেদের প্ল্যানগুলোতে পরিবর্তন আনছে তাতে উপকৃত হবে সাধারণ মানুষ এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।
সুপারফাস্ট ইন্টারনেট পরিষেবা (Superfast Internet Service) প্রদানের পাশাপাশি জিও টেলিকম সেক্টর নিয়ে এসেছে বেশ কিছু পরিবর্তন। রয়েছে প্রতিদিন 2জিবি ডেটা সহ আনলিমিটেড কথা বলার সুযোগ যুক্ত ১ টি প্ল্যান। এই প্ল্যানটি রিচার্জ করালে ২৮ দিনের বৈধতায় খরচ পড়বে ৩৯৮ টাকা। একই পরিষেবায় ৩৬৫ দিনের বৈধতায় খরচ পড়বে ৫,১৭৪ টাকা। ৩৬৫ দিনের অন্য একটি প্ল্যান রিচার্জ করলে খরচ হবে ৩২২৭ টাকা। অর্থাৎ ১৯৪৭ টাকা খরচ কমবে। আনলিমিটেড কথা বলার সুযোগ এবং ইন্টারনেট পরিষেবা ছাড়াও থাকছে প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএসের সুবিধা।