Advertisements

Jio Cheap Plan: দিনে খরচ মাত্র ২০ টাকা! বাম্পার অফার দিচ্ছে Jio, মিলবে হাই স্পিড ডেটার সঙ্গে অনেক কিছু

Prosun Kanti Das

Published on:

Jio Cheap Plan with many things with high-speed data: দ্রুতগতির ইন্টারনেট স্পিড চাই? সাথে থাকবে একাধিক ওটিটি সাবস্ক্রিপশন সহ অন্যান্য সুবিধা? চিন্তা নেই, এরকমই একাধিক প্ল্যান এনেছে ভারতীয় এক টেলিকম সংস্থা। তাও আবার সস্তায়। দৈনিক মাত্র ২০ টাকা খরচ করলেই পাওয়া যাবে হাই স্পিড ইন্টারনেট সহ ওটিটি সাবস্ক্রিপশন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও গ্রাহকদের জন্য এসে গিয়েছে সস্তার প্ল্যান (Jio Cheap Plan)। তবে যদি জিওর গ্রাহক হন তাহলেই পেয়ে যাবেন এই সস্তার প্ল্যান। কারণ জিও এয়ার ফাইবার নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে একাধিক সুবিধা যুক্ত রিচার্জ প্ল্যান। কি কি সুবিধা পাওয়া যাবে? চলুন জেনে নেওয়া যাক…..

Advertisements

জিও রিলায়েন্স কোম্পানির একটি ওয়্যারলেস ব্রডব্যান্ড পরিষেবা হল জিও এয়ার ফাইবার। শুধু জিও এয়ার ফাইবার নয়, পাশাপাশি জিও ফাইবারও রয়েছে কোম্পানির। তবে আজকের এই প্রতিবেদনে জানানো হয়েছে জিও এয়ার ফাইবারের বেশ কিছু সস্তার একাধিক সুবিধা যুক্ত রিচার্জ প্ল্যান (Jio Cheap Plan)। আসুন জেনে নেওয়া যাক কোন রিচার্জ প্ল্যানে কি কি সুবিধা পাওয়া যাবে।

Advertisements
১১৯৯ টাকার প্ল্যান

জিও এয়ার ফাইবারের সস্তার রিচার্জ প্ল্যানগুলির মধ্যে একটু বেশি দামের রিচার্জ প্ল্যান হলো ১১৯৯ টাকার প্ল্যান। তবে যেমন দাম তার তেমন সুবিধা। ৩০ দিনের বৈধতা যুক্ত এই প্ল্যানে দৈনিক প্রতি খরচ রয়েছে ৪০ টাকা। যে রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে ওয়াইফাই, হাই স্পিড ইন্টারনেটের পাশাপাশি নেটফ্লিক্স, জিও সিনেমা, ডিজনি+হটস্টার, প্রাইমের মতো অসংখ্য ওটিটি সাবস্ক্রিপশন। পাশাপাশি মিলবে ৫৫০টি ডিজিটাল চ্যানেল।

Advertisements

আরও পড়ুন ? BSNL 88 Recharge Plan: Jio, Airtel কে টেক্কা! এবার মাত্র ৮৮ টাকায় রিচার্জ প্ল্যান আনলো BSNL

৫৯৯ টাকার প্ল্যান

জিও এয়ার ফাইবারের সস্তার প্ল্যানগুলোর মধ্যে সবচেয়ে কম দামের রিচার্জ প্ল্যান হল ৫৯৯ টাকার প্ল্যান। যেখানে দ্রুতগতির ইন্টারনেট, ওয়াইফাই, আনলিমিটেড ডেটা ও মিলবে একাধিক টিভি চ্যানেল। ৩০ দিনের বৈধতা যুক্ত এই রিচার্জ প্ল্যানের দৈনিক প্রতি খরচ রয়েছে ২০ টাকা। যে রিচার্জ প্ল্যানে উপরে উল্লেখিত সুবিধার পাশাপাশি মিলবে ১৩টি ওটিটি সাবস্ক্রিপশন সহ ৫৫০টি ডিজিটাল চ্যানেল। ইন্টারনেট স্পিড মিলবে ৩০ এমবিপিএস গতিতে ১ টিবি পর্যন্ত।

৮৯৯ টাকার প্ল্যান

জিও এয়ার ফাইবারের ৫৯৯ টাকা রিচার্জ প্ল্যানের তুলনায় এই রিচার্জ প্ল্যানের দাম একটু বেশি ৮৯৯ টাকা। তবে দাম যেমন বেশি সুবিধাও ৫৯৯ টাকা রিচার্জ প্ল্যানের তুলনায় বেশি। ৩০ দিনের বৈধতা যুক্ত ৮৯৯ টাকা রিচার্জ প্ল্যানের দৈনিক খরচ রয়েছে ৩০ টাকা (Jio Cheap Plan)। আর এই দিন প্রতি ৩০ টাকা খরচে মিলবে সনি লিভ, জি ফাইভের মতো ১৩টি ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশন, ৫৫০টি টিভি চ্যানেল, ৪কে স্মার্ট সেট টপ বক্স অ্যান্ড রিমোট কন্ট্রোল। সাথে ইন্টারনেট স্পিড পাওয়া যাবে ১০০ এমবিপিএস।

Advertisements