JioCinema তে ধামাকা আনছে আম্বানি! থাকবে এক্সক্লুসিভ শো! না জানলে পস্তাবেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে একচ্ছত্র রাজত্ব তৈরি করার পর এখন মুকেশ আম্বানির (Mukesh Ambani) টেলিকম সংস্থা Jio এখন অন্যান্য বিভিন্ন সেক্টরে নিজেদের আধিপত্য বিস্তার করছে। আধিপত্য বিস্তারের কথা বলতে হলে প্রথমেই বলতে হয় জিও ফোনের (JioPhone) কথা। এর পাশাপাশি তারা আধিপত্য বিস্তার করতে শুরু করেছে ব্রডব্যান্ড পরিষেবায়। ইতিমধ্যেই জিও ফাইবার (JioFiber) ভারতের বাজারে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।

Advertisements

এসবের মধ্যেই আবার এই টেলিকম সংস্থা এন্টারটেইনমেন্ট বাজারেও একচ্ছত্র রাজ তৈরি করছে। এন্টারটেইনমেন্ট মার্কেটে একচ্ছত্র রাজ তৈরি হচ্ছে মূলত জিও সিনেমার (JioCinema) দৌলতে। বিশেষ করে এই অ্যাপ জনপ্রিয়তা লাভ করে যখন বিনামূল্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) দেখানো শুরু হয়। যদিও এবার এই অ্যাপ দেখার জন্য সাবস্ক্রিপশন নিতে হবে গ্রাহকদের।

Advertisements

অ্যাপের সাবস্ক্রিপশন নেওয়া যেমন গ্রাহকদের কাছে খারাপ খবর, ঠিক সেই রকমই সংস্থার তরফ থেকে একটি দুর্দান্ত সুখবর দেওয়া হয়েছে। সেই দুর্দান্ত সুখবর অনুযায়ী তারা বিশ্বের নামিদামি বেশ কয়েকটি এন্টারটেনমেন্ট সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধছে। এর ফলে রিলায়েন্সের JioCinema অ্যাপ তাদের গ্রাহকদের এক্সক্লুসিভ সব শো দেখাবে। এর জন্য অবশ্য আলাদা করে কোন খরচ করতে হবে না বলেই জানা যাচ্ছে।

Advertisements

JioCinema হলিউডের অন্যতম জনপ্রিয় স্টুডিও HBO এবং Warner Bros-এর সঙ্গে গাঁটছাড়া বেঁধেছে। এর ফলে এই অ্যাপে হলিউডের বিভিন্ন জনপ্রিয় সিনেমা এবং সিরিয়াল দেখা যাবে। নেটফ্লিক্স অথবা অ্যামাজনের মতো জনপ্রিয় টেলিকম সংস্থাগুলিকে টেক্কা দেওয়ার জন্যই মুকেশ আম্বানির ভায়াকম 18 এমন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গিয়েছে।

এই চুক্তির ফলে JioCinema অ্যাপে হ্যারি পটার, লর্ড অফ রিংস, গেম অফ থ্রোনসের মতো জনপ্রিয় সিরিজ দেখতে পাবেন ব্যবহারকারীরা। সূত্র মারফত জানা যাচ্ছে, এইচবিও অরিজিনাল, ম্যাক্স অরিজিনাল, ওয়ার্নার ব্রোস টেলিভিশন সিরিজ মার্কিন যুক্তরাষ্ট্র এবং জিও সিনেমাতে একই দিনে প্রিমিয়ার হবে।

Advertisements