আরও চাপে Jio গ্রাহকরা, বন্ধ হলো আরও একটি কম খরচের রিচার্জ প্ল্যান

নিজস্ব প্রতিবেদন : গত বছর ডিসেম্বর মাসে ভারতের সমস্ত টেলিকম সংস্থা একজোটে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ায়। দাম বাড়ে ৩৯ থেকে ৪২ শতাংশ পর্যন্ত। বিপুল পরিমাণ দাম বাড়ায় চরম ভোগান্তির শিকার হতে হয় মোবাইল গ্রাহকদের। এরপরেও একের পর এক পরিবর্তন ঘটাতে থাকে টেলিকম সংস্থাগুলি। তারপর থেকে প্রতিনিয়ত নতুন নতুন প্ল্যান নিয়ে আসা অথবা বন্ধ করা, এই চলতে থাকে টেলিকম বাজারের টেলিকম সংস্থাগুলির কার্যকলাপ। সম্প্রতি রিলায়েন্স জিও সেরকমই আরও একটি কম খরচের রিচার্জ প্ল্যান বন্ধ করে দিলো।

বেশকিছু দিন আগে থেকেই জিও রিটেলারদের জিও পসে ৯৮ টাকার রিচার্জ প্ল্যানটি তুলে নেওয়া হয়। রিটেলারা এই রিচার্জের সুবিধা আর গ্রাহকদের দিতে পারছিলেন না। তবে জিওর ওয়েবসাইট থেকে রিচার্জ করার সময় ‘Others’ ক্যাটাগরিতে এটি দেখা যাচ্ছিল। আর এবার সেখান থেকেও এই রিচার্জটি তুলে নেওয়া হলো। এই রিচার্জ প্ল্যান উঠিয়ে নেওয়ায় এই প্ল্যান বহনকারী গ্রাহকরা চরম অসুবিধার মধ্যে পড়েছেন। ৯৮ টাকা রিচার্জ প্ল্যানে ডিসেম্বর মাসের পর থেকে পাওয়া যেত ২৮ দিনের ভ্যালিডিটি সাথে জিও থেকে জিও আনলিমিটেড কল, ২ জিবি ডেটা। তবে এই প্ল্যানে অন্য নেটওয়ার্কে কল করার কোন সুবিধা ছিল না। অন্য নেটওয়ার্কে কল করার জন্য আলাদা করে টপ-আপ রিচার্জ করতে হতে, যা থেকে মিনিটে ৬ পয়সা করে কাটা হত। এখন থেকে জিও রিটেলাররা স্মার্টফোন ব্যবহারকারী জিও গ্রাহকদের সর্বনিম্ন রিচার্জ হিসাবে রিচার্জ করতে পারবেন ১২৯ টাকা।

১২৯ টাকার রিচার্জে পাওয়া যাচ্ছে ২৮ দিনের ভ্যালিডিটি সহ জিও থেকে জিও আনলিমিটেড কল, অন্য নেটওয়ার্কে কথা বলার জন্য ১০০০ মিনিট, মাসে ২ জিবি ডেটা ও ৩০০ টি এসএমএস।

এছাড়াও তারা বর্তমানে ৪৯৯৯ টাকার পুরাতন একটি রিচার্জ প্ল্যান ফিরিয়ে নিয়ে এসেছে। যাতে পাওয়া যাচ্ছে ৩৬০ দিনের ভ্যালিডিটি, মোট ৩৫০ জিবি ডেটা, জিও থেকে জিও আনলিমিটেড কল, জিও থেকে অন্য নেটওয়ার্কে কথা বলার জন্য ১২০০০ মিনিট, প্রতিদিন ১০০ টি করে এসএমএস। কিন্তু প্রশ্ন হলো ঠিক একই রকম আরও একটি জিওর রিচার্জ হয়েছে ২১২১ টাকার। যাতে গ্রাহকরা পাচ্ছেন ৩৩৬ দিনের ভ্যালিডিটি সহ জিও থেকে জিও আনলিমিটেড কথা বলার সুযোগ পান, অন্য নেটওয়ার্কে কথা বলার জন্য পাচ্ছেন ১২০০০ মিনিট, প্রতিদিন ১০০ টি করে এসএমএস ও প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা। তাহলে কেন গ্রাহকরা ২১২১ টাকার পরিবর্তে ৪৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান ব্যবহার করবেন?

এক্ষেত্রে টেলিকম বিশেষজ্ঞরা তাদের মতামত অনুযায়ী জানিয়েছেন, যাদের ডেটা ব্যবহার প্রচুর পরিমাণে হয় অর্থাৎ প্রতিদিন ১.৫ জিবি ডেটাতে হয় না তারা ৪৯৯৯ টাকার রিচার্জটি করতে পারেন। কারণ তাতে প্রতিদিনের ডেটার সীমাবদ্ধতা থাকে না। আবার অনেকেই মত পোষণ করেছেন, হয়তো আগামী দিনে জিও ২১২১ টাকা বা এরকম অফারের রিচার্জগুলি তুলে দিতে পারে। সে কারণেই তারা আগাম আবার পুরাতন বিষয়টিকে তাদের ওয়েবসাইটে উপলব্ধ করেছে।