Advertisements

Jio Recharge: শুধু দাম বাড়ানো নয়, পাশাপাশি সস্তার এই ৩টি রিচার্জ প্ল্যান পাকাপাকিভাবে বন্ধ করে দিল জিও

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : যে টেলিকম নেটওয়ার্ক এক সময় দেশের মানুষদের পুরোপুরি বিনামূল্যে পরিষেবা দিয়েছে, সেই টেলিকম নেটওয়ার্ক এখন দাম বাড়াতে বাড়াতে এতটাই দামি হয়ে দাঁড়িয়েছে যে তা সাধারণ মানুষদের কাছে দুঃসাধ্য। কোন টেলিকম সংস্থার কথা বলা হচ্ছে তা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, আমরা মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিওর কথা বলছি। জিও রিচার্জ (Jio Recharge) গত ৩ জুলাই থেকে আরো দামী হয়ে দাঁড়িয়েছে।

Advertisements

জিও এইভাবে দাম বৃদ্ধি করার ফলে এখন বহু গ্রাহক রয়েছেন যারা রীতিমতো অস্বস্তির মধ্যে পড়েছেন এবং অনেকেই রয়েছেন যারা জিও ছেড়ে বিএসএনএলের মত টেলিকম নেটওয়ার্কে নিজেদের নম্বর পোর্ট করছেন। সেই সকল গ্রাহকরা বিশেষ করে পোর্ট করছেন যারা মূলত নিজেদের মোবাইল নম্বর কেবলমাত্র কল করার জন্য ব্যবহার করে থাকে। আর এই কল করার জন্য জিও আগে সস্তার কিন্তু রিচার্জ প্ল্যান নিয়ে এলেও তা দাম বাড়ানোর পাশাপাশি তুলে দিয়েছে।

Advertisements

জিওর সস্তার যে তিনটি রিচার্জ প্ল্যান পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তিনটি রিচার্জ প্ল্যান হলো ১৫৫ টাকা, ৩৯৫ টাকা এবং ১৫৫৯ টাকা। পরিবর্তে সংস্থার তরফ থেকে নতুন তিনটি রিচার্জ প্ল্যান আনা হয়েছে এবং সেই তিনটি রিচার্জ প্ল্যানে আগের মতই সুবিধা দেওয়া হচ্ছে। তবে নতুন তিনটি রিচার্জ প্ল্যানের দাম আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে।

Advertisements

১৮৯ টাকা : ১৮৯ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করলে জিও গ্রাহকরা ২৮ দিনের ভ্যালিডিটি পাবেন। এর পাশাপাশি এই প্ল্যানটি রিচার্জ করলে পাওয়া যাবে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল, ২৮ দিনের জন্য ২ জিবি ডেটা, ২৮ দিনের জন্য ৩০০ টি এসএমএস, জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড সাবস্ক্রিপশন।

আরও পড়ুন ? Jio Cashback: দাম বাড়িয়ে চাপে জিও! কাস্টমার ধরতে ৫০ টাকা ছাড় ঘোষণা ৮৪ দিনের এই রিচার্জ প্ল্যানে

৪৭৯ টাকা : ৪৭৯ টাকার রিচার্জ প্ল্যানটি গ্রাহকদের ৮৪ দিনের ভ্যালিডিটি দিয়ে থাকে। এই রিচার্জ প্ল্যানটিতে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুযোগ রয়েছে। এর পাশাপাশি রয়েছে ৮৪ দিনের জন্য ৬ জিবি ডেটা, ৮৪ দিনের জন্য ১০০০ টি এসএমএস এবং জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড সাবস্ক্রিপশন।

১৮৯৯ টাকা : ১৮৯৯ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করলে যেকোনো নেটওয়ার্কের আনলিমিটেড কথা বলার সুযোগের পাশাপাশি মোট ৩৬০০ টি এসএমএস এবং মোট ২৪ জিবি ডেটা দেওয়া হয়ে থাকে। এই রিচার্জ প্ল্যানটির সঙ্গে রয়েছে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড সাবস্ক্রিপশন। রিচার্জ প্ল্যানটির বৈধতা হলো ৩৩৬ দিন।

Advertisements