জিও আনছে নতুন ল্যাপটপ, রইলো সম্ভাব্য ফিচার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুকেশ আম্বানির টেলিকম সংস্থার রিলায়েন্স জিও টেলিকম জগতে নিজেদের আধিপত্য বিস্তারের পর পা রাখতে শুরু করেছে স্মার্টফোনের জগতে। ইতিমধ্যেই তারা গুগলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। যে স্মার্টফোন ভারত ছাড়াও বিশ্বের অন্যান্য দেশেও আলাদা নজির তৈরি করবে বলেই দাবি করেছে সংস্থা। আর এর সঙ্গে সঙ্গেই জানা যাচ্ছে তারা আবার খুব তাড়াতাড়ি আনতে চলেছে ল্যাপটপ।

Advertisements

Advertisements

জিওর তরফ থেকে যে ল্যাপটপ আনা হচ্ছে তার নাম দেওয়া হচ্ছে জিওবুক। সম্প্রতি এই ল্যাপটপের বিষয়ে ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডস (BIS) ওয়েবসাইটে বেশ কিছু তথ্য লক্ষ্য করা গিয়েছে বলে জানা যাচ্ছে। যদিও জিওবুকের কয়েকটি ফিচার ছাড়া আর বিস্তারিত কিছু এই ওয়েবসাইটে পোস্ট হয়নি। পাশাপাশি কবে এই জিওবুক লঞ্চ হতে পারে তার সম্পর্কেও এখনো সেই ভাবে কিছু জানানো হয়নি।

Advertisements

তবে সূত্র মারফত জানা যাচ্ছে, আপাতত জিওর এই ল্যাপটপের ক্ষেত্রে তিনটি ইন্টার্নাল মডেল ডেজিগনেশন রয়েছে। যেগুলি হল NB1118QMW, NB1148QMW এবং NB1112MM। আর এর থেকে অনুমান করা হচ্ছে এই ল্যাপটপের ক্ষেত্রে তিন ধরনের ভেরিয়েন্ট আসতে পারে।

সম্ভাব্য ফিচার হিসেবে জানা যাচ্ছে এই ল্যাপটপে থাকবে এইচডি ডিসপ্লে। প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬৫। এর সঙ্গে থাকতে পারে একটি স্ন্যাপড্রাগন এক্স১২ ৪জি মোডেম।

এর পাশাপাশি থাকতে পারে ৪ জিবি LPDDR4x র‍্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত eMMC স্টোরেজ। অন্যদিকে কানেক্টিভিটি অপশন হিসেবে থাকতে পারে মিনি HDMI কানেক্টর, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ।

এছাড়াও সম্ভাব্য বাকি ফিচার হিসেবে যা থাকছে তা সম্পর্কে জানা যাচ্ছে, থাকতে পারে একটি থ্রি-অ্যাক্সিস অ্যাক্সিলেরোমিটার এবং একটি Qualcomm অডিয়ো চিপ।

অন্যদিকে জানা যাচ্ছে জিওর এই জিওবুকে আগে থেকেই ইনস্টল করা থাকবে জিওর বিভিন্ন অ্যাপ। পাশাপাশি ইন্সটল থাকবে microsoft-এর কিছু অ্যাপ। তবে এই জিওবুকের দাম সাধারণ মানুষদের বাজেটের মধ্যে থাকবে জানা গেলেও ঠিক কত দাম হবে তা এখনো জানা যায় নি।

Advertisements