চুপিসারে ১০টি রিচার্জ বন্ধ করে দিল Jio, মাথায় হাত গ্রাহকদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল সংস্থা রয়েছে তাদের মধ্যে একচ্ছত্র রাজ তৈরি করেছে Jio। এই টেলিকম সংস্থা একচ্ছত্র রাজ তৈরী করার পাশাপাশি বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে টেলিকম বাজারে। তারাই প্রথম দেশবাসীকে উপহার দিয়েছে 4G পরিষেবা।

Advertisements

দেশবাসীকে প্রথম 4G পরিষেবা উপহার দেওয়ার পাশাপাশি প্রথম উপহার দিয়েছে 5G পরিষেবা। সম্প্রতি সংস্থার তরফ থেকে এই 5G পরিষেবা লঞ্চ করা হয়েছে। তবে 5G এই পরিষেবা লঞ্চ হওয়ার দিন কয়েকের মধ্যেই নিরবে একগুচ্ছ রিচার্জ প্ল্যান বন্ধ করে দিল সংস্থা। বন্ধ করে দেওয়া এই সকল রিচার্জ প্ল্যানের মধ্যে বহু রিচার্জ প্ল্যান গ্রাহকদের কাছে জনপ্রিয় ছিল। যে কারণেই এই সকল রিচার্জ প্ল্যান বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত পড়তে শুরু করেছে গ্রাহকদের।

Advertisements

যে সকল রিচার্জ প্ল্যান বন্ধ করে দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে ১৫১ টাকার ডিজনি প্লাস হটস্টার ডেটা অ্যাড-অন প্যাক, ৬৫৯ টাকার অ্যাড-অন প্ল্যান, ৩৩৩ টাকার ডিজনি প্লাস হটস্টার রিচার্জ প্ল্যান, ৪৯৯ টাকার জিও প্রিপেড প্ল্যান, ৫৮৩ টাকার জিও প্রিপেড প্ল্যান, ৬০১ টাকার জিও প্রিপেড প্ল্যান, ৭৮৩ টাকার জিও প্রিপেড প্ল্যান, ৭৯৯ টাকার জিও প্রিপেড প্ল্যান, ১০৬৬ টাকার জিও প্রিপেড প্ল্যান, ৩১১৯ টাকার জিও প্রিপেড প্ল্যান। এছাড়াও ৫৫৫ টাকার অ্যাড-অন রিচার্জ প্ল্যান এবং ২৯৯৯ টাকার জিও প্রিপেড প্ল্যান বন্ধ করে দেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে।

Advertisements

এই সকল রিচার্জ প্ল্যান বন্ধ করে দেওয়ার ফলে জিও গ্রাহকরা বর্তমানে ডিজনি প্লাস হটস্টার ওটিটি প্লাটফর্মের সুবিধা নিতে চাইলে রিচার্জ করতে হবে ১৪৯৯ অথবা ৪১৯৯ টাকা। তবে 5G পরিষেবা লঞ্চ করার পর সংস্থার তরফ থেকে এই সকল রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়ে নতুন কোন রিচার্জ প্ল্যান আনা হয় কিনা তার দিকে তাকিয়ে রয়েছেন গ্রাহকরা।

১৪৯৯ টাকা রিচার্জে গ্রাহকরা প্রতিদিন 2GB 4G ডেটা, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 SMS ও সব জিও অ্যাপ ব্যবহারের সুযোগ এবং ৮৪ দিন ভ্যালিডিটির Disney+ Hotstar Premium প্যাক পাওয়া যায়। একইভাবে ৪১৯৯ টাকার প্ল্যানে ৩৬৫ দিনের জন্য Disney+ Hotstar সাবস্ক্রিপশন পাওয়া যায়। এছাড়াও রয়েছে প্রতিদিন 3GB 4G ডেটা, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 SMS ও সব জিও অ্যাপ ব্যবহারের সুযোগ। বৈধতা ৩৬৫ দিন।

Advertisements