দুটি অ্যাফোর্ডেবল রিচার্জ প্ল্যান বন্ধ করে দিলো Jio

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুকেশ আম্বানির টেলিকম সংস্থার রিলায়েন্স জিও কয়েক মাস আগেই তাদের জিও ফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছিল দুটি অ্যাফোর্ডেবল রিচার্জ প্ল্যান। সম্প্রতি সেই দুটি রিচার্জ প্লান আর জিওর অফিশিয়াল ওয়েবসাইট অথবা মাই জিও অ্যাপে লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ এই দুটি অ্যাফোর্ডেবল রিচার্জ প্ল্যান সংস্থার তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।

Advertisements

Advertisements

এর পাশাপাশি কয়েক মাস আগে করোনাকালে মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থা জিও ফোন গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্য যে Buy 1 Get 1 অফার নিয়ে আসা হয়েছিল তাও সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এই সমস্ত অফার বন্ধ করে দেওয়া হলেও সংস্থার তরফ থেকে বিবৃতি দিয়ে কিছু জানানো হয়নি।

Advertisements

মুকেশ আম্বানির টেলিকম সংস্থার রিলায়েন্স জিও তাদের জিও ফোন গ্রাহকদের জন্য যে দুটি অ্যাফোর্ডেবল রিচার্জ প্ল্যান বন্ধ করে দেওয়া হয়েছে সেই দুটি রিচার্জ প্ল্যান হলো ৩৯ টাকা এবং ৬৯ টাকা। এই দুটি রিচার্জ প্ল্যান চালু করার পরিপ্রেক্ষিতে জিও ফোন গ্রাহকদের বিপুল সুবিধা হত এমনটাই দাবি করা হয়েছে।

৩৯ টাকার রিচার্জ প্ল্যানে ইউজাররা প্রতিদিন ১০০ এমবি ডেটা, ১০০টি এসএমএস এবং যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা পেতেন।। এই প্ল্যানের ভ্যালিডিটি ছিল ১৪ দিন।

৬৯ টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন ০.৫ জিবি ডেটা, ১০০ এসএমএস এবং যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের কলের সুবিধা দেওয়া হতো। এই প্ল্যানেরও ভ্যালিডিটি ছিল ১৪ দিন।

এই দুটি রিচার্জ প্ল্যান বন্ধ হয়ে যাওয়ার পর এখন জিও ফোন গ্রাহকদের পরিষেবা অব্যাহত রাখার জন্য রিচার্জ করতে হবে ৭৫, ১২৫, ১৫৫, ১৮৫ অথবা ৭৪৯ টাকা। অন্যদিকে এই সকল রিচার্জ প্ল্যানার সঙ্গে যে Buy 1 Get 1 অফার দেওয়া হচ্ছিল তাও বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে।

Advertisements