লাল্টু : মুকেশ আম্বানির (Mukesh Ambani) ব্রডব্যান্ড সংস্থা Jio Fiber বেশ কয়েক মাস আগেই পথ চলা শুরু করেছে দেশজুড়ে। এবার এই পরিষেবা পৌঁছে গেল বীরভূমের বিভিন্ন শহরে। তবে এই পরিষেবা আগে Jio সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দিত। কিন্তু সম্প্রতি তারা বিভিন্ন কেবল অপারেটরদের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই পরিষেবা প্রদান করা শুরু করেছে।
কেবল অপারেটরদের (Cable Operator) সঙ্গে গাঁটছড়া বেঁধে শনিবার এই Jio Fiber পরিষেবা দুবরাজপুর শহরে অফিশিয়ালি লঞ্চ করা হলো। দুবরাজপুর শহরে এই পরিষেবা লঞ্চ করার সঙ্গে সঙ্গেই গ্রাহকদের জন্য দেওয়া হলো একগুচ্ছ ধামাকা অফার। তবে শুধু দুবরাজপুর শহর নয়, পাশাপাশি ইতিমধ্যেই এই পরিষেবা মিলছে সাঁইথিয়া, সিউড়ি সহ বীরভূমের বিভিন্ন শহরে।
পশ্চিমবঙ্গে এই নিয়ে তিন জায়গায় কেবল অপারেটরদের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই Jio Fiber পরিষেবা প্রদান শুরু হলো। প্রথম শুরু হয় হাবরায়, তারপর শুরু হয় শিলিগুড়িতে এবং তৃতীয় ধাপে এই পরিষেবা বীরভূমের দুবরাজপুর শহরে অফিশিয়ালি লঞ্চ করা হলো RCS কেবল নেটওয়ার্কের সঙ্গে গাঁটছড়া বেঁধে। আর এই পরিষেবা লঞ্চের সঙ্গে সঙ্গেই দেওয়া হচ্ছে ধামাকা অফার।
১) বর্তমানে এই পরিষেবা নেওয়ার জন্য গ্রাহকদের কোনরকম ইন্সটলেশন চার্জ দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে ডাবল বেন্ডার রাউটার সহ ইনস্টলেশন করে দেওয়া হচ্ছে গ্রাহকদের বাড়িতে বাড়িতে। আগে এই ইনস্টলেশন বাবদ খরচ করে ৪ হাজার থেকে ৬ হাজার টাকা।
২) বর্তমানে যে সকল গ্রাহকরা এই ব্রডব্যান্ড পরিষেবা উপভোগ করতে চান তাদের কেবলমাত্র মাসিক রেন্টাল দিতে হবে। মিনিমাম রেন্টাল ৪৭২ টাকা। তবে প্রথমেই একসঙ্গে ছয় মাসের রেন্টাল নেওয়া হচ্ছে।
৩) এছাড়াও বর্তমানে যে সকল গ্রাহকরা এই ব্রডব্যান্ড পরিষেবার সঙ্গে যুক্ত হবেন তারা তাদের রাউটারের ক্ষেত্রে লাইফটাইম গ্যারান্টি পাবেন। অর্থাৎ কোন কারণবশত রাউটার খারাপ হয়ে গেল অথবা কোন ত্রুটি ঘটল সে ক্ষেত্রে রাউটার বদলে দেওয়া হবে বলে জানানো হয়েছে পরিষেবার দায়িত্বে থাকা কেবল নেটওয়ার্ক RCS-এর তরফে।
৪) এই পরিষেবার মাধ্যমে ইন্টারনেটের পাশাপাশি ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে থাকছে আনলিমিটেড কথা বলার এবং টিভি দেখার সুযোগ।