নিজস্ব প্রতিবেদন : ভারতের প্রতিটি কোনায় সম্প্রতি বেড়ে চলেছে ইন্টারনেটের চাহিদা। ইন্টারনেটের এই চাহিদা মূলত বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি করোনাকালে। আর সেই চাহিদা বর্তমানে অভ্যাসে পরিণত হয়েছে। মানুষের মধ্যে ইন্টারনেটের চাহিদা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে এই ইন্টারনেট ব্যবসার সঙ্গে যুক্ত সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা।
টেলিকম বাজারে পা রাখার পর মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও ভারতে এক প্রকার একচ্ছত্র রাজ শুরু করেছে। অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে হার মানিয়ে মাত্র কয়েক বছরের মধ্যে এই টেলিকম সংস্থা দেশের বৃহত্তম টেলিকম সংস্থায় পরিণত হয়েছে। টেলিকম ব্যবসার পাশাপাশি এবার নিজেদের নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারাতে জলের দামে ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে হাজির Jio Fiber।
ফাইবার টু দ্য হোম পরিষেবার ক্ষেত্রে জিও ফাইবারের নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী হল টাটা প্লে। দেশের অধিকাংশ বড় শহরে এই দুই সংস্থার মধ্যে চলে কড়া টক্কর। যে কারণে গ্রাহকদের মন জয় করতে এই দুই সংস্থা একাধিক আকর্ষণীয় পরিষেবা দিয়ে থাকে বিনামূল্যে। বিনামূল্যে এই সকল পরিষেবার মধ্যে রয়েছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন।
টাটা প্লে’কে টেক্কা দিতে জিও ফাইবার যেভাবে নিজেদের প্ল্যানের দাম রেখেছে তা দেখলেই স্পষ্ট হয়ে যায়। টাটা প্লে যেখানে মাসিক ৮৫০ টাকায় যখন গ্রাহকদের ৫০ Mbps কানেকশন দিচ্ছে সেই জায়গায় জিও ফাইবার মাত্র মাসিক ৩৯৯ টাকায় প্ল্যানে ৩০ Mbps ইন্টারনেট কানেকশন দিচ্ছে। এর পাশাপাশি জিও ফাইবার এই প্ল্যানের সঙ্গে ৩.৩ TB ডেটা ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রাহকদের।
অন্যদিকে দীর্ঘমেয়াদি প্ল্যানের ক্ষেত্রে টাটা প্লে’র মাসিক খরচ পড়ে ৫০০ টাকা। এর সঙ্গে এক মাসের প্ল্যান বিনামূল্যে পাওয়া যায়। এই প্ল্যানটি হল ৬০০০ টাকা, যার ভ্যালিডিটি ১৩ মাস। সেই জায়গায় জিও ফাইবার দীর্ঘমেয়াদী প্ল্যান অনেক সস্তায় পড়ে। এছাড়াও জিও ফাইবারের মাসিক ৯৯৯ টাকার প্ল্যান নিলে ১৫০ Mbps স্পিডের কানেকশন পাওয়ার পাশাপাশি ১০০০ টাকা মূল্যের ১৪টি ওটিটি সাবস্ক্রিপশন পাওয়া যায় বিনামূল্যে। মাসিক ৪৯৯ টাকার প্ল্যানের সঙ্গেও ১২টি অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যায়।