এক পয়সাও লাগবে না, ২৩ দিনের জন্য বিনামূল্যে ইন্টারনেট, কলিং দিচ্ছে Jio

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বৃহত্তম টেলিকম সংস্থা হল Jio। প্রযুক্তিগত দিক দিয়ে ছাড়াও বিভিন্ন অফারের দিক দিয়ে এই টেলিকম সংস্থা দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হয়ে দাঁড়িয়েছে। এই টেলিকম সংস্থা বর্তমানে এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যে দেশের অর্ধেকের বেশি গ্রাহক তাদেরই রয়েছে।

Advertisements

দেশের বৃহত্তম এই টেলিকম সংস্থা ভারতীয়দের প্রথম 4G পরিষেবা উপহার দেয়। এরপর তারাই আবার প্রথম 5G পরিষেবা লঞ্চ করে। বর্তমানে Jio-র 4G পরিষেবা দেশের সর্বত্র পৌঁছে গিয়েছে, 5G পরিষেবাও ইতিমধ্যেই দেশের তিনশোর কাছাকাছি শহরে পৌঁছে গিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো জিও তাদের পরিষেবা লঞ্চ করার আগে গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হতো। জিও আসার পর সেই খরচ অনেক কমে গিয়েছে।

Advertisements

জিও প্রথম মাত্র ২০০ টাকার মধ্যে ডেটা থেকে শুরু করে কলিং, এসএমএস এবং বিভিন্ন বিনোদনমূলক পরিষেবা প্রদান করে কত সস্তায় গ্রাহকদের পরিষেবা প্রদান করা যায় তা দেখিয়েছিল। পরে অন্যান্য টেলিকম সংস্থাগুলিও জিওর পথে হাঁটতে বাধ্য হয়। এবার এই টেলিকম সংস্থাটি ২৩ দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রিচার্জ দেওয়ার ঘোষণা করল।

Advertisements

২৩ দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডেটা থেকে কলিং, এসএমএস এবং অন্যান্য বিনোদনমূলক পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকদের কি করতে হবে? ২৩ দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকদের লম্বা ভ্যালিডিটির একটি রিচার্জ প্ল্যান রিচার্জ করতে হবে। লম্বা ভ্যালিডিটির সেই রিচার্জ প্ল্যানটি হল ২৯৯৯ টাকা। এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে ২৩ দিনের বাড়তি ভ্যালিডিটি দেওয়া হচ্ছে অর্থাৎ এক পয়সা খরচ ছাড়াই গ্রাহকরা ২৩ দিনের পরিষেবা পাবেন।

২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে কি কি সুবিধা দেওয়া হয়? প্রতিদিন ২.৫ জিবি ডেটা, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুবিধা। প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এর পাশাপাশি রয়েছে জিওর বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে। এর পাশাপাশি এতে যেমন ৩৬৫+২৩ দিন ভ্যালিডিটি দেওয়া হচ্ছে, ঠিক সেই রকমই আবার ৭৫ জিবি ডেটা বাড়তি দেওয়া হচ্ছে।

Advertisements