Advertisements

Jio AirFiber Freedom Offer: দাম বাড়িয়েও ৩০ শতাংশ ছাড়ের ঘোষণা জিও, ২০ দিন AirFiber-এ মিলবে দুর্দান্ত অফার

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হিসাবে মুকেশ আম্বানির জিও গত ৩ জুলাই থেকে মোবাইল রিচার্জ প্ল্যানগুলির দাম ১২.৫% থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে। এক ধাক্কায় এতটা দাম বৃদ্ধি করার পর যখন গ্রাহকদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে তখনই তাদের তরফ থেকে আনা হলো ফ্রিডম অফার (Freedom Offer)। যে অফারের মধ্য দিয়ে সংস্থা তাদের জিও এয়ার ফাইবারের (Jio AirFiber Freedom Offer) উপর ৩০% ছাড় ঘোষণা করল।

Advertisements

সংস্থার তরফ থেকে তাদের Jio AirFiber গ্রাহকদের জন্য এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে টেলিকম জগতে রীতিমতো ঝড় উঠেছে। কেননা এই অফার একদিন দুদিন নয়, চলবে টানা ২০ দিন। সংস্থার তরফ থেকে মূলত স্বাধীনতা দিবস উপলক্ষে এমন অফার দেওয়ার ঘোষণা করা হয়েছে। এই অফারের আওতায় যারা Jio AirFiber নেওয়ার কথা ভাবছেন তাদের হাতে সুবর্ণ সুযোগ। কেননা এমন ডিসকাউন্ট সাধারণত খুব কম সময়ই পাওয়া যায়।

Advertisements

সংস্থার তরফ থেকে তাদের ওয়েবসাইট এবং মাইজিও অ্যাপে যে ঘোষণা করা হয়েছে সেই ঘোষণা অনুযায়ী ২৬ জুলাই শুক্রবার থেকে এমন অফারের সূচনা হয়েছে এবং তা চলবে আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন পর্যন্ত। এই অফারের আওতায় যে সকল Jio AirFiber ক্রয় করবেন তারা ১০০০ টাকা ছাড় পাবেন। যা শতাংশের বিচারে ৩০ শতাংশ দাঁড়াচ্ছে। এমন একটি অফারের সুযোগ নিতে গ্রাহকদের ৬০০০৮৬০০০৮ নম্বরে কল করতে হবে অথবা জিওর ওয়েবসাইটে গিয়ে বুক করতে হবে।

Advertisements

আরও পড়ুন ? Jio 355 Recharge Plan: চাপে পড়ে বাপ বাপ, ৩৫৫ টাকার বিশেষ সুবিধার নতুন রিচার্জ প্ল্যান আনলো জিও

Jio AirFiber কানেকশন নেওয়ার ক্ষেত্রে ২১২১ টাকার তিন মাসের একটি অল ইন ওয়ান প্যাকেজ পাশাপাশি ১০০০ টাকা ইনস্টলেশন চার্জ দিতে হয়। তবে জিও এয়ারফাইবার ফ্রিডম অফার অনুযায়ী ৩০ শতাংশ ছাড় দেওয়ার পরিপ্রেক্ষিতে ওই ইনস্টলেশন চার্জ অর্থাৎ এক হাজার টাকা দিতে হবে না। এর ফলে গ্রাহকদের যেখানে ৩ হাজার ১২১ টাকা খরচ হচ্ছিল, সেই জায়গায় এই অফার চলাকালীন মাত্র ২১২১ টাকাতেই পাওয়া যাবে নতুন Jio AirFiber কানেকশন।

২১২১ টাকার যে প্ল্যান দেওয়া হচ্ছে তার ভ্যালিডিটি তিন মাস এবং এর সঙ্গে পাওয়া যাবে ১৩টির বেশি ওটিটি প্লাটফর্ম সাবস্ক্রিপশন, ৮০০টির বেশি ডিজিটাল চ্যানেল, আনলিমিটেড ওয়াইফাই কানেক্টিভিটি এবং ৩০ এমবিপিএস স্পিড। তবে শুধু ৫৯৯ টাকার তিন মাসের প্ল্যান অর্থাৎ ২১২১ টাকার ক্ষেত্রেই এমন অফার দেওয়া হচ্ছে তা নয়, অন্যান্য যে সকল প্ল্যানগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রেও গ্রাহকরা এই ফ্রিডম অফার পেয়ে যাবেন।

Advertisements