নিজস্ব প্রতিবেদন : গত ৩ জুলাই থেকে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও (Jio) অন্যান্য টেলিকম সংস্থাগুলির মতোই তাদের ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করেছে। ট্যারিফ প্ল্যান এক ধাক্কায় ১২.৫-২৫% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিপুল পরিমাণ এই খরচ বৃদ্ধির ফলে গ্রাহকদের পকেটে অনেকটাই চাপ বেড়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে শুধু গ্রাহকদের পকেটে চাপ বেড়েছে এমন নয়, পাশাপাশি চাপ বেড়েছে সংস্থারও।
জিওর এইভাবে এক ধাক্কায় এতোটা প্ল্যানের দাম বৃদ্ধি করার পর বহু গ্রাহক রয়েছেন যারা জিও ছেড়ে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল-এ নিজেদের পোর্ট করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই জিও ছাড়াও অন্যান্য বেশ কিছু টেলিকম সংস্থা থেকে প্রচুর গ্রাহক বিএসএনএল-এ পোর্ট করছেন। স্বাভাবিকভাবেই যখন জিওর মত টেলিকম সংস্থা চাপে পড়েছে সেই সময় তারা একটি রিচার্জ প্ল্যানে ৫০ টাকা ছাড় (Jio Cashback) দেওয়ার ঘোষণা করলো। যে রিচার্জ প্ল্যানটিতে এমন ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে সেটি ৮৪ দিনের প্ল্যান।
শুধু ৫০ টাকা ক্যাশব্যাক নয়, এর পাশাপাশি ৬০০ টাকার সুবিধা সহ গ্রাহকদের নানান উপহার তুলে দেওয়া হচ্ছে ওই রিচার্জ প্ল্যানটির সঙ্গে। সংস্থার তরফ থেকে ৫০ টাকা ক্যাশব্যাক যে রিচার্জ প্ল্যানটিতে দেওয়া হচ্ছে সেটি হল ১০২৮ টাকা। ১০২৮ টাকা রিচার্জ করলে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন। রিচার্জ প্ল্যানটির ভালিডিটি হলো ৮৪ দিন। এছাড়াও রয়েছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। রয়েছে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড এবং সুইগি সাবস্ক্রিপশন।
আরও পড়ুন ? Big Step of BSNL: BSNL-কে নিয়ে কেন্দ্রের বড় পদক্ষেপ! ঘুম উড়তে চলেছে জিও, এয়ারটেলের
১০২৮ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা ৫০ টাকা ক্যাশব্যাক পাওয়ার পাশাপাশি সুইগি ওয়ান লাইট সাবস্ক্রিপশন তিন মাসের জন্য দেওয়া হচ্ছে, যার জন্য খরচ ৬০০ টাকা। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ১০২৮ টাকা রিচার্জ করার পর গ্রাহকরা যে ৫০ টাকা ক্যাশব্যাক পাবেন তা পরবর্তী ১০২৮ টাকা রিচার্জের সময় ব্যবহার করা যাবে। অর্থাৎ প্রথমবার রিচার্জের পর দ্বিতীয়বার ওই একই প্ল্যান রিচার্জ করার ক্ষেত্রে খরচ হবে ৯৭৮ টাকা।
তবে এই রিচার্জ প্ল্যানটি আগে পাওয়া যেত মাত্র ৮৬৬ টাকায়। ৩ জুলাইয়ের আগে ৮৬৬ টাকায় এই রিচার্জ প্ল্যানটি পাওয়া গেলেও সুবিধা কিন্তু এখনকার মতই দেওয়া হতো। অর্থাৎ এই প্ল্যানটি গ্রাহকদের ৫০ টাকা ক্যাশব্যাক দিলেও এখন কিন্তু আগের তুলনায় অনেকটাই বেশি খরচ করতে হবে।