Jio Offer: ৫০ টাকা ক্যাশব্যাক, ৬০০ টাকার বেনিফিট! জিও লঞ্চ করলো নতুন রিচার্জ প্ল্যান

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে সবার প্রথম যে টেলিকম সংস্থার নাম রয়েছে সেটি হল মুকেশ আম্বানির জিও (Jio)। শুধু দেশের সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যা এই টেলিকম সংস্থার ঝুলিতে রয়েছে এমন নয়, এর পাশাপাশি এই টেলিকম সংস্থার প্রযুক্তি থেকে শুরু করে দিন দিন নতুন নতুন অফার (Jio Offer) গ্রাহকদের মন জয় করে চলেছে।

দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও সম্প্রতি একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যে রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা ৫০ টাকা ক্যাশব্যাক পাচ্ছেন। শুধু ৫০ টাকা ক্যাশব্যাক নয়, এর পাশাপাশি ৬০০ টাকার বেনিফিট সহ গ্রাহকদের নানান উপহার তুলে দেওয়া হচ্ছে। মোটের উপর ওই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা যে সকল বেনিফিট পাচ্ছেন তাতে লাভ আর লাভ।

এমনিতে জিও আগামী ৩ জুলাই থেকে তাদের পোস্টপেইড ও প্রিপেড মিলিয়ে ১৯ টি রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার ঘোষণা করেছে। সংস্থার তরফ থেকে নতুন যে ট্যারিফ প্ল্যান সামনে আনা হয়েছে সেই ট্যারিফ প্ল্যান অনুযায়ী গ্রাহকদের খরচ এবার ১২.৫% থেকে ২৫ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে। জুলাই মাস থেকেই গ্রাহকদের পকেট থেকে খসবে বাড়তি টাকা। তবে তার আগে এই নতুন অফার গ্রাহকদের কাছে স্বস্তি।

আরও পড়ুন 👉 Airtel Tariff Rate Hike: জিওর পর এয়ারটেল! বেড়ে গেল মোবাইল রিচার্জের খরচ, দেখে নিন কত

সংস্কার তরফ থেকে ৫০ টাকা ক্যাশব্যাক সহ নতুন যে রিচার্জ প্ল্যানটি লঞ্চ করা হয়েছে সেটি হল ৮৬৬ টাকা। ৮৬৬ টাকা রিচার্জ করলে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন। রিচার্জ প্ল্যানটির ভালিডিটি হলো ৮৪ দিন। এছাড়াও রয়েছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। রয়েছে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড এবং সুইগি সাবস্ক্রিপশন।

৮৬৬ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা ৫০ টাকা ক্যাশব্যাক পাওয়ার পাশাপাশি সুইগি ওয়ান লাইট সাবস্ক্রিপশন তিন মাসের জন্য দেওয়া হচ্ছে। যার জন্য খরচ ৬০০ টাকা। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ৮৬৬ টাকা রিচার্জ করার পর গ্রাহকরা যে ৫০ টাকা ক্যাশব্যাক পাবেন তা পরবর্তী ৮৬৬ টাকা রিচার্জের সময় ব্যবহার করা যাবে। অর্থাৎ প্রথমবার রিচার্জের পর দ্বিতীয়বার ওই একই প্ল্যান রিচার্জ করার ক্ষেত্রে খরচ হবে ৮১৬ টাকা।