Jio নিয়ে এলো নতুন প্ল্যান, এক রিচার্জ মিলবে ৬০০ টাকার বাড়তি বেনিফিট

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম টেলিকম সংস্থা Jio বছরের বিভিন্ন সময় নতুন নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করে গ্রাহকদের মন জয় করে থাকে। ঠিক সেই রকমই এবার এমন একটি রিচার্জ প্ল্যান আনলো এই সংস্থা যাতে আনলিমিটেড ভয়েস কলিং থেকে শুরু করে ইন্টারনেট সহ এসএমএস এবং অন্যান্য সুবিধার পাশাপাশি গ্রাহকরা পাবেন বাড়তি ৬০০ টাকার বেনিফিট। হিসাব অনুযায়ী এই রিচার্জ প্ল্যানটি গ্রাহকদের এখন অন্যতম বেনিফিট প্ল্যান।

সংস্থার তরফ থেকে নতুন যে রিচার্জ প্ল্যানটি আনা হয়েছে তার মূল্য হল ৮৬৬ টাকা। এই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা পাবেন ৮৪ দিনের বৈধতা। এর সঙ্গে দেওয়া হচ্ছে প্রতিদিন ২ জিবি করে ডেটা। প্রতিদিনের ডেটার কোটা শেষ হয়ে গেলেও গ্রাহকরা ৬৪ কেবিপিএসে ইন্টারনেট চালাতে পারবেন। এছাড়াও এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা 5G বেনিফিট পাবেন। পাশাপাশি রয়েছে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০ টি এসএমএস।

এই রিচার্জ প্ল্যানটির সঙ্গে সবচেয়ে আকর্ষণীয় যে অফার দেওয়া হচ্ছে তা হলো Swiggy One Lite সাবস্ক্রিপশন পুরো তিন মাসের জন্য। সংস্থার তরফ থেকে এই subscription যাওয়ার পরিপ্রেক্ষিতে গ্রাহকরা ৬০০ টাকার বেনিফিট পাবেন। এদিক দিয়ে হিসাব করলে গ্রাহকদের এই ৬০০ টাকা লাভ হচ্ছে এই একটি রিচার্জ প্ল্যানের দৌলতে। এখন প্রশ্ন হল Swiggy One Lite সাবস্ক্রিপশন থাকলে গ্রাহকরা কি কি সুবিধা পাবেন?

Swiggy One Lite সাবস্ক্রিপশন থাকলে গ্রাহকরা Swiggy অ্যাপ এর মাধ্যমে খাবার অথবা মুদিখানার সামগ্রী অর্ডার দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন। ফ্রি ডেলিভারি থেকে শুরু করে বিভিন্ন দ্রব্য কেনাকাটায় আকর্ষণীয় অফার দেওয়া হয়। এই সমস্ত অফার এবং ফ্রি ডেলিভারির হিসাব অনুযায়ী ৬০০ টাকা আলাদা বেনিফিট পেতে পারেন গ্রাহকরা।

বেনিফিট হিসাবে পাওয়া যায় ১৪৯ টাকার উপরে ১০ বার ফ্রী ডেলিভারি, ১৯৯ টাকার উপরে ইনস্টমার্ট অর্ডারে ১০ টি ফ্রি হোম ডেলিভারি, বিভিন্ন রেস্তোরাঁ থেকে খাবার কেনার ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়, ৬০ টাকার উপরে জেনি ডেলিভারির ক্ষেত্রে ১০% ছাড়, এছাড়াও রয়েছে উৎসবের মরশুমে ক্যাশব্যকের মতো সুযোগও।