৯৮ টাকার রিচার্জ সম্পূর্ণ বিনামূল্যে, বাছাই করা গ্রাহকদের দিচ্ছে Jio

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান করোনাকালে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তাদের জিওফোন গ্রাহকদের জন্য একাধিক সুবিধা এনে দিয়েছে। কোনরকম রিচার্জ ছাড়াই জিওফোন গ্রাহকরা প্রতিমাসে ৩০০ মিনিট কলের সুবিধা পাবেন। এর পাশাপাশি জিওফোনের প্রতিটি রিচার্জের ক্ষেত্রেই একটার সাথে আরেকটা রিচার্জ ফ্রিতে দেওয়া হচ্ছে। জিওফোন গ্রাহকদের জন্য একগুচ্ছ সুবিধা দেওয়ার পাশাপাশি এবার স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন অফার আনলো সংস্থা।

Advertisements

Advertisements

ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে স্মার্টফোন ব্যবহারকারীদের কম খরচে রিচার্জ করার জন্য ৯৮ টাকা রিচার্জ প্ল্যান আনা হয়েছে। এবার এই রিচার্জ প্ল্যানই সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারেন বাছাই করা বেশ কিছু স্মার্টফোন ব্যবহারকারী জিও গ্রাহকরা। চুপিসারে সংস্থার তরফ থেকে এমনই অফার দেওয়া হচ্ছে তাদের গ্রাহকদের। এই অফার গত সপ্তাহে সংস্থার তরফ থেকে চালু করা হয়েছে।

Advertisements

জানা গিয়েছে, সংস্থার নির্বাচিত কিছু গ্রাহক কমপ্লিমেন্টরি বা প্রশংসামূলক রিচার্জের সুবিধা পাবেন। যে সমস্ত স্মার্টফোন ব্যবহারকারী জিও গ্রাহকদের গত এপ্রিল মাসে বা তার আগে সিম কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে এবং রিচার্জ করতে পারেননি তাদের বেছে বেছে এই অফার দেওয়া হচ্ছে। সংস্থার তরফ থেকে এই অফারের নাম দেওয়া হয়েছে ‘Jio Prime complimentary benefits – COVID Relief’ এবং এই অফার চালু হয়েছে গত মে মাসের ২২ তারিখ।

তবে এই রিচার্জ প্ল্যানটি বিনামূল্যে পাওয়ার জন্য ওই সকল গ্রাহকদের ৯৮ টাকা অথবা তার বেশি যেকোনো একটি রিচার্জ প্ল্যান রিচার্জ করতে হবে। অর্থাৎ যে সমস্ত গ্রাহকদের সিম কার্ডের ভ্যালিডিটি গত এপ্রিল মাস অথবা তার আগেই শেষ হয়ে গিয়েছে তারা যদি বর্তমানে নতুন করে ৯৮ টাকা বা তার বেশি কোন একটি রিচার্জ করে থাকেন সে ক্ষেত্রে তিনি আরও একটি ৯৮ টাকা রিচার্জ বিনামূল্যে পাবেন।

৯৮ টাকার যে রিচার্জটি বিনামূল্যে দেওয়া হচ্ছে তাতে গ্রাহকরা পাবেন প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা, ভারতবর্ষের যেকোন নম্বরে আনলিমিটেড কল এর সুবিধা, প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং অন্যান্য জিও অ্যাপস বিনামূল্যে। এর বৈধতা থাকবে ১৪ দিন।

Advertisements