Jio Choice Number: গ্রাহক বাড়াতে Jio-র টোটকা, মিলবে চয়েস নম্বর, করতে হবে ছোট্ট কাজ

Madhab Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে সবসময় পরিষেবা ও প্রযুক্তিগত দিক দিয়ে সবার উপরে রয়েছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও (Jio)। এই টেলিকম সংস্থাটি প্রতিনিয়ত গ্রাহকদের নতুন নতুন সুযোগ সুবিধা দিয়ে তাদের মন জয় করে চলেছে। তবে সম্প্রতি রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার পর রীতিমতো ধাক্কা পেতে হয় জনপ্রিয় টেলিকম সংস্থাটিকে। আর সেই ধাক্কা সামলে এবার গ্রাহক বাড়াতে চয়েস নম্বর (Jio Choice Number) দেওয়ার মতো নতুন টোটকা শুরু করল তারা।

Advertisements

দেশে বহু মোবাইল ব্যবহারকারী রয়েছেন যারা নিজেদের জন্ম তারিখ থেকে শুরু করে বিশেষ দিন সহ বিভিন্ন ধরনের পছন্দমত নম্বর পেতে চান। জিওর তরফ থেকে এই ধরনের গ্রাহকদের এবার চয়েস নম্বর দেওয়া শুরু করল। স্বাভাবিকভাবেই সংস্থার তরফ থেকে এমন ব্যবস্থা চালু করার ফলে আরও গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাবে বলেই আশা করা হচ্ছে।

Advertisements

জিওর চয়েস নম্বর পেতে হলে গ্রাহকদের জিওর অফিশিয়াল ওয়েবসাইটের https://www.jio.com/selfcare/choice-number/ লিঙ্কে যেতে হবে। যেখানে গ্রাহকদের প্রথমেই নিজের বর্তমান মোবাইল নম্বরটি দিয়ে তাতে ওটিপি নিতে হবে। এরপর ওই মোবাইল নম্বরে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি নির্দিষ্ট জায়গায় দিয়ে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করে নেওয়ার পর নতুন একটি পেজ খুলে যাবে এবং সেই পেজটিতে নিজের নাম দিতে হবে আর তার সঙ্গে সঙ্গে দিতে হবে আপনি কেমন পছন্দের নম্বর চাইছেন।

Advertisements

আরও পড়ুন : Monkeypox Vaccine Design: ভারতে প্রথম তৈরি হলো মাঙ্কিপক্স ভ্যাকসিনের ডিজাইন, সাফল্য বিশ্বভারতী সহ তিন বাঙালির

পছন্দের নম্বর খোঁজার জন্য চার থেকে পাঁচটি ডিজিট দিতে হবে যেগুলি আপনি পছন্দ করেন। এরপর আপনাকে আপনার এলাকার পিন কোড নম্বর দিয়ে পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য ক্লিক করতে হবে। দেখা যাবে আপনার সামনে সংস্থার তরফ থেকে বেশ কিছু নম্বর দেওয়া হয়েছে যেগুলি আপনি যেমন চাইছেন সেই রকম। এখন যদি আপনার ওই তালিকা থেকে কোন নম্বর পছন্দ হয় তাহলে সেই নম্বরটি সিলেক্ট করে Proceed করতে হবে।

পরবর্তী পর্যায়ে আপনাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার ১৫ দিনের মধ্যে আপনি আপনার পছন্দ করা নম্বরের জিও সিম কার্ড পেয়ে যাবেন। এইভাবে নম্বর পাওয়ার ক্ষেত্রে সংস্থার তরফ থেকে সিমকার্ডের জন্য কোন টাকা নেওয়া হবে না। তবে চয়েস নম্বর অর্থাৎ নম্বর বেছে নেওয়ার অপশনের জন্য আপনাকে ৪৯৯ টাকা খরচ করতে হবে।

Advertisements