নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে তিনটি টেলিকম সংস্থার নিজেদের মধ্যে প্রতিদ্বন্দিতায় রয়েছে সেই তিনটি টেলিকম সংস্থা হল Airtel, Vi এবং Jio। সম্প্রতি এই তিনটি টেলিকম সংস্থায় নিজেদের ট্যারিফ রেট বৃদ্ধি করেছে ২০ থেকে ২৫%। তবে তা হলেও খরচের দিক দিয়ে বিচার করলে এখনো পর্যন্ত সস্তা Jio।
অন্যদিকে এই টেলিকম সংস্থা Jio আবার নববর্ষ উপলক্ষে তাদের গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত অফার নিয়ে এলো। যে অফারের পরিপ্রেক্ষিতে তাঁদের গ্রাহকরা বাড়তি প্রায় এক মাস ভ্যালিডিটি পাওয়ার সুযোগ পাচ্ছেন। এই অফার সীমিত সময়ের জন্য বলেই জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।
Jio তাদের গ্রাহকদের জন্য যে রিচার্জের ক্ষেত্রে এই সুবিধা দিচ্ছে সেই রিচার্জটি হল ২৫৪৫ টাকা। আগে এই রিচার্জে যেমন সুবিধা পাওয়া যেত সেই সুবিধাই পাওয়া যাবে, পাশাপাশি বাড়তি ভ্যালিডিটি পাওয়া যাবে ২৯ দিন। এই অফার চালু হয়েছে ২৫ ডিসেম্বর থেকে এবং তা চলবে ২ জানুয়ারি পর্যন্ত।
২৫৪৫ টাকার রিচার্জে পাওয়া যায় প্রতিদিন দেড় জিবি করে ডেটা অর্থাৎ ইন্টারনেট, ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস। এই রিচার্জ প্ল্যানের বর্তমান ভ্যালিডিটি হল ৩৩৬ দিন। তবে অফার চলাকালীন কোন গ্রাহক এই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে পাবেন ৩৬৫ দিন ভ্যালিডিটি।
Jio-র এই রিচার্জ প্ল্যানে বাড়তি সুবিধা হিসেবে দেওয়া হচ্ছে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-র সাবস্ক্রিপশন। অন্যদিকে বলে রাখা ভালো, দিন কয়েক আগে এই টেলিকম সংস্থার তরফ থেকে এক টাকার একটি রিচার্জ প্ল্যান আনা হয়েছিল তা বন্ধ করে দেওয়া হয়েছে।