Jio Ai Cloud Storage: রিচার্জের দাম বাড়িয়েও গ্রাহকদের নতুন উপহার, বিনামূল্যে নতুন পরিষেবা দেওয়ার ঘোষণা আম্বানির

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ দেশের বৃহত্তম টেলিকম সংস্থা মুকেশ আম্বানির জিও (Jio) গত জুলাই মাসের ৩ তারিখ মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি করার ঘোষণা করেছিল। ১২.৫% থেকে ২৫% দাম বৃদ্ধি করা হয়। তবে দাম বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে গ্রাহকদের সুবিধার জন্য বেশ কিছু রিচার্জ প্ল্যানও লঞ্চ করা হয়। এসবের মধ্যেই এবার গ্রাহকদের পুষিয়ে দিতে নতুন পরিষেবার ঘোষণা করলেন আম্বানি। নতুন ঘোষণা বিনামূল্যে দেওয়া হবে পরিষেবা।

Advertisements

২৯ আগস্ট বৃহস্পতিবার ছিল রিলায়েন্সের ৪৭ তম বার্ষিক সভা। অন্যান্য বছরের মত এই বছরও ওই সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুকেশ আম্বানি। রিলায়েন্সের বার্ষিক সভায় প্রতিবছর নতুন কোন না কোন কিছু ঘোষণা করতে দেখা যায়। সেই রকমই এই বছরও মুকেশ আম্বানি তাদের স্টক হোল্ডারদের সামনে নতুন ঘোষণা করেন। এই বছর মুকেশ আম্বানির নতুন ঘোষণা ক্লাউড স্টোরেজ (Jio Ai Cloud Storage) নিয়ে। তিনি এবার জিও এআই ক্লাউড আনার ঘোষণা করেন।

Advertisements

পুজোর মুখে রিলায়েন্সের ৪৭ তম বার্ষিক সভায় জিও এআই ক্লাউডের ঘোষণার পাশাপাশি তা নিয়ে মেগা অফারের ঘোষণা করা হয়। মেগা অফার অনুযায়ী গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে ১০০ জিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজ পরিষেবা দেওয়া হবে। চলতি বছর দীপাবলীর সময় জিওর এই এআই ক্লাউড স্টোরেজ লঞ্চ হবে এবং তা লঞ্চ হলেই রীতিমতো বাজার কাঁপাবে বলেই আশা করা হচ্ছে।

Advertisements

আরও পড়ুন : Jio IR Pack: নতুন IR প্যাক লঞ্চ করতেই জিও দিচ্ছে মন খুলে কথা বলার সুযোগ

জিও ক্লাউড স্টোরেজে কি কাজ হবে? জিও ব্যবহারকারীরা তাদের মোবাইল অথবা অন্য কোন ডিভাইসে থাকা ফটো, ভিডিও ইত্যাদি জিও ক্লাউড স্টোরেজে স্টোর করে রাখতে পারবেন। যেমনটা আমরা গুগল স্টোরেজের ক্ষেত্রে করে থাকি। জিও ক্লাউড স্টোরেজ গ্রাহকদের ১০০ জিবি পর্যন্ত স্টোরেজ বিনামূল্যে দেবে। অন্যদিকে তার থেকেও বেশি স্টোরেজ ব্যবহার করতে হলে তার জন্য টাকা দিতে হবে। তবে মুকেশ আম্বানি যা আভাস দিয়েছেন তাতে প্ল্যান নিতে খুব বেশি খরচ করতে হবে না।

১০০ জিবি পর্যন্ত স্টোরেজ ফ্রি পাওয়ার পর ঠিক কত টাকা করে গ্রাহকদের খরচ করতে হবে আলাদাভাবে স্টোরেজ নেওয়ার জন্য তা এখনো জানানো হয়নি। পরিষেবা লঞ্চ হওয়ার পরই প্ল্যান লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এর জন্য গ্রাহকদের আগামী দীপাবলি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এই স্টোরেজ পরিষেবা চালু হলে বহু গ্রাহক রয়েছেন যারা তাদের ফোন ফাঁকা করে ওই স্টোরেজে প্রয়োজনীয় ছবি থেকে শুরু করে ভিডিও ও অন্যান্য ডকুমেন্ট রাখতে পারবেন।

Advertisements