নিজস্ব প্রতিবেদন : সকলকে চমকে দিয়ে বুধবার (১৫ ডিসেম্বর) ভারতের সবচেয়ে বড় টেলিকম সংস্থা Jio লঞ্চ করেছিল এক টাকার রিচার্জ প্ল্যান। চমকে দেওয়ার কারণ হলো এই রিচার্জ প্ল্যানে যে সকল সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল তা এক প্রকার অবিশ্বাস্য। কিন্তু এই রিচার্জ প্ল্যান লঞ্চ করার ২৪ ঘন্টা পার হতে না হতেই ভোল বদল করলো সংস্থা।
গতকাল এই সংস্থার তরফ থেকে এক টাকার রিচার্জ প্ল্যানে যে অফারের কথা বলা হয়েছিল, তাতে তারা জানিয়েছিল, এই এক টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন ১০০ এমবি ডেটা। যার ভ্যালিডিটি পুরো একমাস অর্থাৎ ৩০ দিন। এই অফার শুনেই গ্রাহকদের মধ্যে উৎসাহের শেষ ছিল না। কিন্তু বৃহস্পতিবার এই রিচার্জ প্ল্যানে লক্ষ্য করা গেলেও মস্ত বড় পরিবর্তন।
বৃহস্পতিবার সংস্থার তরফ থেকে জানানো হয়েছে তাতে বলা হচ্ছে, এক টাকার এই রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে মাত্র ১০ এমবি ডেটা। পাশাপাশি এর ভ্যালিডিটি কমিয়ে করা হয়েছে মাত্র একদিন। রাতারাতি এই পরিবর্তনে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে চরম বিভ্রান্তি।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই রিচার্জ প্ল্যান যারা নিজেদের নম্বরে রিচার্জ করতে চান তাদের My Jio অ্যাপ ব্যবহার করতে হবে। এই রিচার্জ প্ল্যান রয়েছে কেবল মাত্র এই অ্যাপের মধ্যে এমনকি ওয়েবসাইটেও এই রিচার্জ প্ল্যান দেখা যাচ্ছে না।
MyJio অ্যাপের Value বিকল্পে যেতে হবে। সেখানে থাকা Others Plan-এর মধ্যে এই অপশন পাওয়া যাবে। সেখান থেকেই গ্রাহকরা তাদের নিজেদের নম্বরে এই প্ল্যান রিচার্জ করতে পারবেন।