Jio Recharge Plan: জিও আনলো গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার, ৬০১ টাকায় পান আনলিমিটেড ডেটা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Jio Recharge Plan: নতুন বছর নিয়ে আসলো জিও গ্রাহকদের জন্য এক দুর্দান্ত চমক। জিও হল দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম একটি সংস্থা। বর্তমানে এর গ্রাহক সংখ্যা নেহাত কম নয়, কিন্তু বেশ কয়েকমাস আগে যখন একাধিক টেলিকমসংস্থা তাদের রিচার্জ প্ল্যান এর মূল্য বৃদ্ধি করেছিল সেই তালিকায় ছিল জিওর নাম। অন্যান্য কোম্পানির মত জিও তাদের বিভিন্ন রিচার্জ প্ল্যান এর মূল্য বৃদ্ধি করেছিল। যার ফলস্বরূপ কমে গিয়েছিল গ্রাহকসংখ্যা। নতুন বছরে নতুন চমক আনার মূলে জিওর আসল উদ্দেশ্য কি গ্রাহকসংখ্যা বাড়ানো?

Advertisements

নতুন বছর শুরু হওয়ার আগে ট্রু ৫জি গিফ্ট ভাউচার আনল দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি জিও। ৬০১ টাকার ভাউচার দিয়ে রিচার্জ (Jio Recharge Plan) করলে সারা বছর মিলবে আনলিমিটেড ৫জি ডেটা। এছাড়াও, ৪জি ডেটার দৈনিক ব্যবহারের মাত্রাও বৃদ্ধি পাবে। যেসব গ্রাহকদের ৫জি স্মার্টফোন রয়েছে, নতুন বছরে তারা যদি নতুন প্ল্যান রিচার্জ করে তাহলে সত্যিই লাভবান হবে।

Advertisements

তবে ভাববেন না সকল জিও গ্রাহক ৬০১ টাকার ভাউচার প্ল্যানের (Jio Recharge Plan) সুবিধা পাবে। দৈনিক ১.৫ জিবি ৪জি ডেটা পাওয়া যায়, এমন প্ল্যান যে সমস্ত জিও গ্রাহকদের করা আছে তাঁরাই এই ভাউচারের সুবিধা পাবেন। তারাই এই প্ল্যানটি রিচার্জ করতে পারবেন যাদের দৈনিক ১.৫ জিবির বেশি ৪জি ডেটার সুবিধা থাকবে।

Advertisements

আরও পড়ুন:New Mobile PlansNew Mobile Plans: ভয়েস কলের জন্য আর লাগবেনা ডেটা প্ল্যান, কমে যাবে মোবাইল রিচার্জের খরচ

তবে এই ভাউচার কাজ করবে না দৈনিক ১ জিবি ৪জি ডেটার রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে। ধরুন, ১৯৯ টাকা, ২৩৯ টাকা, ২৯৯ টাকার মতো যে সমস্ত প্ল্যানে দৈনিক ১.৫ জিবির বেশি ৪জি ডেটা পাওয়া যায়, তাদের ক্ষেত্রেও এই প্ল্যানটি প্রযোজ্য হবে। কিন্তু দৈনিক ১ জিবি ৪জি ডেটার ১ হাজার ৮৯৯ টাকা বার্ষিক প্ল্যানের ক্ষেত্রে এই ভাউচার (Jio Recharge Plan) প্রযোজ্য নয়।

যদি কোন গ্রাহক ৬০১ টাকার ভাউচার প্ল্যান রিচার্জ করেন তাহলে কি কি সুবিধা পাবেন আসুন জেনে নিই। গ্রাহকদের মাইজিও অ্যাপে ১২টি আপগ্রেডেড ভাউচার জমা হবে। গ্রাহকেরা এই প্ল্যানটি প্রয়োজনমতো অ্যাক্টিভেট করে নিতে পারবেন। যদি কেউ এই প্ল্যানটি অ্যাক্টিভেট করেন তাহলে পেয়ে যাবেন আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা। তার সাথে পাওয়া যাবে দৈনিক ৪জি ডেটা লিমিট এবং ৩ জিবি পর্যন্ত বেড়ে যাবে। পাশাপাশি প্রতিটি ভাউচার ৩০ দিনের জন্য ভ্যালিড থাকবে।

Advertisements