নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হিসাবে এখন জায়গা করে নিয়েছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) জিও (Jio)। বর্তমানে যে চারটি টেলিকম সংস্থা ভারতের টেলিকম বাজারে নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতে সক্ষম তাদের মধ্যে জিও সবার শেষে ব্যবসা শুরু করেছিল। কিন্তু তুখোর তুখোর প্ল্যান এবং প্রযুক্তির জেরে তারাই সবচেয়ে বেশি সংখ্যক গ্রাহক নিজেদের ঝুলিতে ভরতে সক্ষম হয়। বর্তমানে এই টেলিকম সংস্থার ধারে কাছে কোন টেলিকম সংস্থা নেই বললেই চলে।
মূলত বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান লঞ্চ করা এবং সস্তায় গ্রাহকদের অনেক বেশি সুবিধা দেওয়ার কারণেই এত জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে জিওর। এছাড়াও রয়েছে প্রযুক্তিগত দিক দিয়ে সবার আগে থাকা। ঠিক সেই রকমই এবার এই টেলিকম সংস্থার তরফ থেকে স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে একটি রিচার্জ প্ল্যানে বাড়তি সুবিধা দেওয়ার ঘোষণা করলো। বলা যেতে পারে দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির জিও।
স্বাধীনতা দিবস উপলক্ষে সংস্থার তরফ থেকে ২৯৯৯ টাকার প্ল্যান এবং এই রিচার্জ প্ল্যানটিতে ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়তি সুবিধা ঘোষণা করা হয়েছে। এই রিচার্জ প্ল্যানটি যে সকল গ্রাহকরা রিচার্জ করবেন তারা ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাবেন। এর সঙ্গে প্রতিদিন এই রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে ২.৫ জিবি করে 5G ডেটা। মোট ৯১২.৫ জিবি ডেটা। পাবেন অতিরিক্ত আরও ৫ জিবি ডেটা।
এখানেই শেষ নয়, এর সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে আনলিমিটেড 5G অফার। জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড সাবস্ক্রিপশন বিনামূল্যে। প্রতিদিন রয়েছে ১০০ টি করে এসএমএস। এর সঙ্গে সঙ্গে স্বাধীনতা দিবস উপলক্ষে বেশ কিছু অফার দেওয়া হচ্ছে যেগুলি রীতিমত চমকে দেওয়ার মতো।
১) সুইগিতে (Swiggy) ১০০ টাকা পর্যন্ত ছাড়ের অফার। ২৪৯ টাকা বা তার বেশি অর্ডারের ক্ষেত্রে এই ছাড় পাওয়া যাবে।
২) Yatra থেকে বিমানের টিকিট ক্রয় করার ক্ষেত্রে ১৫০০ টাকা ছাড় দেওয়া হবে। এছাড়াও হোটেল বুকিংয়ের ক্ষেত্রে ৪০০০ টাকার উপর ১৫ শতাংশ ছাড় দেওয়া হবে।
৩) Ajio থেকে ৯৯৯ টাকা বা তার বেশি জিনিস অর্ডার করার ক্ষেত্রে সরাসরি ২০০ টাকা ছাড় পাওয়া যাবে।
৪) Netmeds থেকে ৯৯৯ টাকা বা তার বেশি অর্ডারের উপর ২০% ছাড় মিলবে।
৫) Reliance Digital থেকে বাছাই করা কিছু অডিও সিস্টেম এবং কিছু ডোমেস্টিক জিনিসপত্র কেনার ক্ষেত্রে ফ্ল্যাট ১০% ছাড় দেওয়া হবে।