মাত্র ১ টাকায় Jio নিয়ে এলো নতুন রিচার্জ প্ল্যান

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি টেলিকম সংস্থাকে তো অবশ্যই, পাশাপাশি পাশাপাশি দেশের ১১৪ কোটি মোবাইল ব্যবহারকারীদের চমকে দিয়ে Jio নিয়ে এলো নতুন একটি রিচার্জ প্ল্যান। এই রিচার্জ প্ল্যানটি হল মাত্র ১ টাকার।

Advertisements

সকলকে চমকে দেওয়া সবচেয়ে সস্তা এই রিচার্জ প্ল্যান লঞ্চ করার পাশাপাশি সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দেশের যেকোনো প্রান্তের যেকোন গ্রাহক এই রিচার্জের সুবিধা নিতে পারবেন। সংস্থার তরফ থেকে নতুন এই রিচার্জ প্ল্যান লঞ্চ করায় ফের একবার ভারতের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন আনল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisements

কি রয়েছে মাত্র এক টাকার এই রিচার্জ প্ল্যানে? এই রিচার্জ প্ল্যান যে কোন স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য। যে সকল গ্রাহকদের বাড়তি ডেটার প্রয়োজন হয়ে থাকে তাদের জন্য এই নতুন সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান আনা হয়েছে। এতে রয়েছে মোট ১০ এমবি হাইস্পিড ডেটা। এর ভ্যালিডিটি ১ দিন। একবার রিচার্জ করার পর হাইস্পিড ডেটা শেষ হয়ে গেলেও আনলিমিটেড ইন্টারনেট করার সুযোগ রয়েছে। তবে স্পিড কমে হবে ৬৪ কেবিপিএস।

Advertisements

এই রিচার্জ প্ল্যান কোথায় পাওয়া যাবে? আপাতত এই রিচার্জ প্ল্যান পাওয়া যাচ্ছে কেবলমাত্র MyJio অ্যাপে। এই রিচার্জ প্ল্যান পাওয়ার জন্য গ্রাহকদের MyJio অ্যাপের Value বিকল্পে যেতে হবে। সেখানে থাকা Others Plan-এর মধ্যে এই অপশন পাওয়া যাবে। সেখান থেকেই গ্রাহকরা তাদের নিজেদের নম্বরে এই প্ল্যান রিচার্জ করতে পারবেন।

১৬ ডিসেম্বর অফার পরিবর্তনের পর

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই রিচার্জ প্ল্যানটি আপাতত MyJio অ্যাপ ছাড়া সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটেও উপলব্ধ নয়। সুতরাং যে সমস্ত গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানের সুবিধা নিতে চান তাদের MyJio অ্যাপ রাখতেই হবে।

Advertisements