নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দেওয়া টেলিকম সংস্থাটির নাম হলো Jio। মুকেশ আম্বানির (Mukesh Ambani) এই টেলিকম সংস্থা ভারতীয়দের প্রথম 4G এবং 5G পরিষেবা দেওয়ার পাশাপাশি ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রেও এনে দিয়েছে নানান বৈপ্লবিক পরিবর্তন। তাদের হাত ধরেই এসেছে JioFiber, Jio AirFiber এর মত অত্যাধুনিক প্রযুক্তির পরিষেবা। আর এবার তারা এমন এক ব্রডব্যান্ড পরিষেবা দিতে চলেছে যা ভারতীয়দের কাছে একেবারেই নতুন।
জিওর তরফ থেকে এবার সরাসরি মহাকাশ থেকে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে। বিশ্বের বিভিন্ন জায়গায় এমন পরিষেবা দিয়ে থাকে এলোন মাস্কের (Elon Musk) স্টারলিঙ্ক (Starlink)। আগামী দিনে ভারতেও তাদের তরফ থেকে এমন পরিসেবা লঞ্চ করা হবে। কিন্তু তার আগেই এলোন মাস্কের সংস্থাকে টেক্কা দিতে জিও আনছে Jio Space Fiber। সংস্থার তরফ থেকে দাবী করা হচ্ছে, অল্প খরচে গোটা দেশে খুব কম সময়ের মধ্যে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে।
জিওর নতুন এই পরিষেবার ক্ষেত্রে তারের কোন ঝামেলা নেই। এর আগেও জিও এয়ার ফাইবার লঞ্চ করেছে জিও, সে ক্ষেত্রেও বাড়ির মধ্যে তারের প্রয়োজন না হলেও বাড়ির বাইরে সেটা করার প্রয়োজন হয়। কিন্তু Jio Space Fiber এমন একটি পরিষেবা যে পরিষেবা পেতে হলে গ্রাহকদের বাড়ির ভিতর অথবা বাইরে কোথাও তারের কোন সেটআপ করার প্রয়োজন হয় না। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে নতুন এই প্রযুক্তির মাধ্যমে।
এমন পরিষেবা লঞ্চ করার জন্য জিও ২০২২ সালে লুক্সেমবার্গের স্যাটেলাইট টেলিকমিউনিকেশন কোম্পানি বা SES নামক একটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়। মিডিয়া আর্থ অরবিট ব্যবহার করে জিও নতুন প্রযুক্তির হাত ধরে বাড়ি বাড়ি পৌঁছে দেবে ইন্টারনেট পরিষেবা। নতুন এই পরিষেবা সম্পর্কে সংস্থার চেয়ারম্যান আকাশ আম্বানি জানিয়েছেন, ভারতীয়রা প্রথম এই ধরনের পরিষেবার স্বাদ পেতে চলেছে এবং এর খরচ হবে সাধ্যের মধ্যেই।
আপাতত জিওর তরফ থেকে এমন স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেশের চারটি শহরে চালু করা হচ্ছে বলে জানানো হয়েছে। যে চারটি শহরে এমন অত্যাধুনিক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে সেগুলি হল গুজরাটের গির জাতীয় উদ্যান, ছত্তিশগড়ের কোরবা, ওড়িশার নবরংপুর এবং আসামের ওএনজিসি-জোরহাট। তবে আগামী দিনে দেশের অন্যান্য জায়গাতেও এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে।