নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা নিজেদের ব্যবসা চালাচ্ছে সেই সকল টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম টেলিকম সংস্থা হল Jio। তবে গত বছর ডিসেম্বর মাসে এই টেলিকম সংস্থা তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার ফলে বহু গ্রাহক পরিষেবা থেকে মুখ ঘুরিয়েছে।
বহু গ্রাহক পরিষেবা থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার কারণে স্বাভাবিকভাবেই সংস্থার লাভের অংক কমতে শুরু করেছে। এমত অবস্থায় ফের এই সংস্থা ক্যাশব্যাক শুরু করল। সংস্থার তরফ থেকে ২০০০ টাকার রিচার্জ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার ঘোষণা করা হয়েছে নির্দিষ্ট করে দেওয়া গ্রাহকদের। দিন কয়েক আগেই এই অফার ঘোষণা করেছে Jio।
এই অফার কারা পাবেন তা সম্পর্কে Jio-র তরফ থেকে জানানো হয়েছে, সবাই এই অফার পাবেন না। এই অফার সেই সকল গ্রাহকরাই পাবেন যাদের কাছে নতুন Moto G42 স্মার্টফোন রয়েছে। এই ফোনটি সম্প্রতি লঞ্চ করা হবে এবং ফোনটির লঞ্চ করার পর তার সঙ্গে কম্বো প্যাক হিসাবে এই অফার দেওয়া হচ্ছে।
এই ফোন বিক্রি করা শুরু হবে আগামী ১১ জুলাই থেকে। এই ফোনটি কেনার সঙ্গে সঙ্গে সংস্থার তরফ থেকে বেশ কিছু কুপন দেওয়া হবে। সেই কুপনের ব্যবহার করে রিচার্জ করার সময় Jio গ্রাহকরা ৫০ টাকা করে ছাড় পাবেন। এইভাবে সর্বাধিক দু হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। মোট আট বছরের জন্য এই সকল কুপনের বৈধতা দেওয়া হচ্ছে।
এর পাশাপাশি জানানো হয়েছে এই সকল কুপনের সুবিধা পাওয়া যাবে তখনই যখন গ্রাহকরা ৪১৯ টাকা প্ল্যান দিয়ে রিচার্জ করবেন। পাশাপাশি গ্রাহকদের রিচার্জ করতে হবে কেবলমাত্র MyJio অ্যাপ থেকে। ৪১৯ টাকার রিচার্জ প্ল্যানে ২৮ দিনের বৈধতা পাওয়া যায়। এর সঙ্গে প্রতিদিন 3GB করে ডেটা, আনলিমিটেড কলিং, ফ্রি SMS ব্যবহারের সুবিধা রয়েছে।