নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল টেলিকম সংস্থাগুলি নিজেদের ব্যবসা চালাচ্ছে তার মধ্যে অন্যতম হলো জিও (Jio) এবং এয়ারটেল (Airtel)। বাকি ২ টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া (Vi) এবং বিএসএনএল (BSNL) ব্যবসার নিরিখে অনেক পিছিয়ে রয়েছে। মূলত বিভিন্ন ধরনের অফার এবং প্রযুক্তিগত উন্নতির কারণেই দিন দিন এগিয়ে চলেছে এয়ারটেল ও জিও। তবে এবার জিও এমন একটি অফার নিয়ে হাজির হলো যাতে করে ঘুম উড়তে চলেছে এয়ারটেলের মত টেলিকম সংস্থার।
গ্রাহক সংখ্যা থেকে শুরু করে পরিষেবা এবং অন্যান্য ক্ষেত্রে যেহেতু খুব কাছাকাছি অবস্থান করছে জিও ও এয়ারটেল, তাই তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও চরমে লক্ষ্য করা যায়। একদিকে যেমন জিও দেশের কোনায় কোনায় 5G পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর হয়ে পড়েছে, ঠিক সেই রকমই আবার এয়ারটেলও দ্রুততার সঙ্গে 5G পরিষেবা পৌঁছে দিচ্ছে। এর পাশাপাশি দুই টেলিকম সংস্থাই প্রতিনিয়ত নিজেদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করে চলেছে।
তবে প্রতিযোগিতার বাজারে কিছুটা হলেও এগিয়ে রয়েছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও। কেননা গ্রাহক সংখ্যা থেকে শুরু করে বিভিন্ন সময় অফারের দিক দিয়ে মুকেশ আম্বানির Jio এয়ারটেলের থেকে অনেক বেশি সুবিধা দিয়ে থাকে গ্রাহকদের। ঠিক সেই রকমই এবার নতুন বছরের শুরুতেই দুটি রিচার্জ প্ল্যানের উপর ধামাকা অফার নিয়ে এলো জিও, যে দুটি রিচার্জ প্ল্যানে বাড়তি ডেটা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন ? BSNL 5G: Jio, Airtel-কে চাপে ফেলতে এবার 5G আনছে BSNL, জানুন কবে
৩৯৯ টাকা: ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করলে জিও গ্রাহকরা ২৮ দিনের ভ্যালিডিটি পান। এছাড়াও এই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে থাকেন প্রতিদিন ৩ জিবি করে ডেটা। এর সঙ্গে রয়েছে ভারতবর্ষের যে কোন মোবাইল নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস। পাশাপাশি রয়েছে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড সাবস্ক্রিপশন। এই রিচার্জ প্ল্যানের সঙ্গে এখন ৬১ টাকার অ্যাড অন দেওয়া হচ্ছে বিনামূল্যে। অর্থাৎ গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানের সঙ্গে ৬ জিবি ডেটা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।
২১৯ টাকা: ২১৯ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করলে জিও গ্রাহকরা ১৪ দিনের ভ্যালিডিটি পান। এছাড়াও এই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে থাকেন প্রতিদিন ৩ জিবি করে ডেটা। এর সঙ্গে রয়েছে ভারতবর্ষের যে কোন মোবাইল নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস। পাশাপাশি রয়েছে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড সাবস্ক্রিপশন। এই রিচার্জ প্ল্যানের সঙ্গে এখন ২৫ টাকার অ্যাড অন দেওয়া হচ্ছে বিনামূল্যে। অর্থাৎ গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানের সঙ্গে ২ জিবি ডেটা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।