Jio Recharge: সুখবর, ফের ৪৭৯ টাকাতেই আনলিমিটেড 5G দিচ্ছে Jio, দেখে নিন কত দিনের জন্য

Madhab Das

Updated on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ MyJio অথবা জিওর কোন ওয়েবসাইটে কোন রকম উল্লেখ নেই। উল্লেখ না থাকলেও বহু গ্রাহক রয়েছে যারা ৪৭৯ টাকা রিচার্জ (Jio Recharge) করেই আনলিমিটেড 5G ব্যবহারের সুযোগ পাচ্ছেন। বিশ্বাস না হলেও এমনটাই হতে দেখা যাচ্ছে। আর স্বাভাবিকভাবেই এমন খবর যে কোন জিও গ্রাহকদের জন্য সুখবর।

Advertisements

জিওর ওয়েবসাইট এবং অ্যাপে True 5G পাওয়ার ক্ষেত্রে যে শর্ত রয়েছে সেই শর্ত অনুযায়ী গ্রাহকদের যেকোনো প্রতিদিন 2Gb ডেটা পাওয়া যায় এমন রিচার্জ প্ল্যান রিচার্জ করতে হয়। এক্ষেত্রে ৪৭৯ টাকার রিচার্জ প্ল্যান, যেটির আগে দাম ছিল ৩৯৫ টাকা তাতে True 5G অফার পাওয়ার মতো কোনো উল্লেখ নেই। অথচ ৪৭৯ টাকা রিচার্জ করলে এখনো True 5G অফার দেওয়া হচ্ছে।

Advertisements

৪৭৯ টাকার যে রিচার্জ প্ল্যানটি রয়েছে তাতে গ্রাহকরা ৮৪ দিনের ভ্যালিডিটি পান। এর সঙ্গে রয়েছে আনলিমিটেড কল, মোট ১০০০ টি এসএমএস এবং মোট ৬ জিবি ডেটা। এছাড়াও জিও টিভি, জিও সিনেমা ও জিও ক্লাউড সাবস্ক্রিপশন রয়েছে। কিন্তু কোথাও True 5G অফার পাওয়া যাবে এমন উল্লেখ নেই। অথচ ২০ আগস্ট মঙ্গলবার এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করে True 5G অফার পাওয়া গিয়েছে। যিনি এমন অফার পেয়েছেন তিনি MyJio অ্যাপ থেকে অফারের স্ক্রিনশট তুলে ধরেছেন।

Advertisements

আরও পড়ুন : Ola Electric: S1-এর পর কি এবার ওলার জোড়া ধামাকা, আসছে S2 ও S3 সিরিজ

বীরভূমের বাসিন্দা রিন্টু দাস নামে এক জিও নেটওয়ার্ক ব্যবহারকারী মঙ্গলবার নিজের নম্বরে ৪৭৯ টাকা রিচার্জ করেন। তিনি এমনিতেই জানতেন এবার আর আগের মত True 5G অফার পাবেন না। যেহেতু এই রিচার্জ প্ল্যানটি সঙ্গে এমন কোন উল্লেখ নেই তাই তিনি এমনটা ভেবেছিলেন। কিন্তু রিচার্জ করার পর তিনি অ্যাপে দেখতে পান তাকে এবারও সংস্থার তরফ থেকে True 5G অফার দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই তিনি খুশিতে আত্মহারা।

 

তবে ৪৭৯ টাকার রিচার্জ প্ল্যানে আগে যতদিন ভ্যালিডিটি পাওয়া যেত ঠিক ততদিন True 5G অফার পাওয়া গেলেও এবার কিন্তু ওই জিও ব্যবহারকারী গ্রাহককে ৮৪ দিনের জন্য True 5G অফার দেওয়া হয়নি। তাকে এবার আগামী ১২ সেপ্টেম্বর সকাল ৯ঃ১৫ পর্যন্ত True 5G অফার দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি ২৪ দিনের জন্য True 5G অফার পেয়েছেন, তাও আবার ৪৭৯ টাকার রিচার্জ প্ল্যানে অপ্রত্যাশিত ভাবে। এমন অফার দেওয়া হয়েছে মূলত তার কাছে 5G হ্যান্ডসেট থাকার কারণে। ওই গ্রাহক যে স্ক্রিনশটগুলি পাঠিয়েছেন সেগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম।

Advertisements