Advertisements

Jio Bharat Recharge: দাম বাড়িয়ে চাপে পড়ে বাপ বাপ! ১২৩ টাকায় 4G, ২৮ দিনের রিচার্জ প্ল্যান আনলো জিও

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশের বাকি বেসরকারি টেলিকম সংস্থার মতোই জুলাই মাসের ৩ তারিখ থেকে ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করেছে জিও। ১২.৫% থেকে ২৫ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে। তবে এই দাম বৃদ্ধি করার পর জিও গ্রাহকদের মধ্যে তৈরি হচ্ছে অসন্তোষ, ক্ষোভ। এমন পরিস্থিতিতে চাপে পড়ে জিও তাদের গ্রাহকদের নতুন নতুন সুবিধার কথা তুলে ধরছে। ঠিক সেই রকমই ১২৩ টাকার একটি রিচার্জ প্ল্যানের তুলনা তারা তুলে ধরেছে।

Advertisements

এই মুহূর্তে বাজারে অন্য বেসরকারি কোন টেলিকম সংস্থার ১২৩ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি সহ 4G ডেটা দেবে এইরকম কোন রিচার্জ প্ল্যান নেই। স্বাভাবিকভাবেই মুকেশ আম্বানির টেলিকম সংস্থা এখন অন্যান্যদের সঙ্গে তুলনা করে তাদের টেলিকম সংস্থা কতটা লাভ তা তুলে ধরতে শুরু করেছে। সংস্থার তরফ থেকে দাবী করা হচ্ছে, অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় ৩০ শতাংশ বেশি লাভের মুখ দেখার সুযোগ রয়েছে জিওতে।

Advertisements

১২৩ টাকার যে রিচার্জ প্ল্যানটি লঞ্চ করা হয়েছে সেই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা ২৮ দিনের ভ্যালিডিটি পাওয়ার পাশাপাশি পাবেন আনলিমিটেড কল। এছাড়াও রয়েছে 14 Gb 4G ডেটা, সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে, খরচের দিক দিয়ে অন্যান্য টেলিকম সংস্থায় এমন সুবিধা পেতে হলে অন্ততপক্ষে ১৭৯ টাকা রিচার্জ করতে হয়। আবার ১৭৯ টাকা রিচার্জ করলেও 14Gb ডেটা পাওয়া যায় না। অন্যান্য সংস্থায় ডেটা দেওয়া হয় 2Gb।

Advertisements

আরও পড়ুন ? Jio Recharge Plans: নাম হারিয়ে নাম ফিরে পাওয়ার চেষ্টা, ৩০০ টাকার নিচে ৩টি রিচার্জ প্ল্যান আনল Jio

এক্ষেত্রে যদি হিসেব করা যায় তাহলে খরচের দিক দিয়ে ৩০% খরচ বাঁচবে জিও গ্রাহকদের, এছাড়াও সাত গুণ বেশি ডেটা পাওয়া যাবে। আবার একই ধরনের একটি বার্ষিক রিচার্জ প্ল্যান রয়েছে যার পিছনে জিও গ্রাহকদের খরচ করতে হয় ১ হাজার ২৩৪ টাকা। তাতে জিও গ্রাহকরা আনলিমিটেড কল, 168Gb ডেটা পেয়ে থাকেন। এক্ষেত্রেও অন্যান্য সংস্থাগুলির তুলনায় ২৫% খরচ কমের পাশাপাশি সাতগুণ বেশি ডেটা পাওয়া যায়।

তবে মনে রাখতে হবে এই রিচার্জ প্ল্যান (Jio Bharat Recharge) কিন্তু সমস্ত জিও গ্রাহকদের জন্য নয়। এই রিচার্জ প্ল্যান সেই সকল জিও গ্রাহকদের জন্য যাদের কাছে JioBharat সিরিজের ফোন রয়েছে। যে ফোনটি কিপ্যাড ফোন। তবে এই ফোনের মধ্যে ইন্টারনেট চালানোর ব্যবস্থা থাকার পাশাপাশি বিনোদনের জন্য বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ২৫০০ mAH ব্যাটারি। ইতিমধ্যেই এই ফোনটি দেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

Advertisements