রোজ ২.৫ জিবি ইন্টারনেট, ২৫২ দিন রিচার্জের চিন্তা নেই, Jio আনল নতুন প্ল্যান

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা রয়েছে তাদের মধ্যে অন্যতম টেলিকম সংস্থা হল Jio। বর্তমানে এই টেলিকম সংস্থা এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে এবং এতটাই গ্রাহক সংখ্যা বৃদ্ধি করেছে যে তাদের ধারে কাছে অন্য সব টেলিকম সংস্থার আসা মুশকিল হয়ে পড়েছে। গ্রাহক সংখ্যা বৃদ্ধি এবং জনপ্রিয়তা অর্জন করার মূল কারণ হলো নতুন নতুন সুবিধা প্রদান করা।

Advertisements

Jio যেমন দেশে প্রথম 4G পরিষেবা লঞ্চ করেছিল ঠিক সেই রকমই তারাই আবার দেশে প্রথম 5G পরিষেবা লঞ্চ করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে গতিতে তারা দেশের এক একটি শহরে তাদের 5G পরিষেবা পৌঁছে দিচ্ছে তাতে খুব তাড়াতাড়ি তারা দেশের সব জায়গায় এমন অত্যাধুনিক পরিষেবা পৌঁছে দিতে সক্ষম হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। এর পাশাপাশি সংস্থার তরফ থেকে সব ধরনের গ্রাহকদের কথা মাথায় রেখে বিভিন্ন অফার আনা হয়ে থাকে বছরভর।

Advertisements

ঠিক সেই রকমই এবার সংস্থা তরফ থেকে এমন একটি রিচার্জ প্ল্যান আনা হলো যাতে করে গ্রাহকদের ২৫২ দিন রিচার্জের জন্য কোন চিন্তা করতে হবে না। এক রিচার্জেই যাবে প্রায় বছর। পাশাপাশি এই রিচার্জ প্ল্যান গ্রাহকদের ২.৫ জিবি করে ডেটা এবং অন্যান্য সব সুবিধা দিচ্ছে।

Advertisements

সংস্থার তরফ থেকে নতুন যে রিচার্জ প্ল্যানটি আনা হয়েছে সেটি হল ২০২৩। ২০২৩ সালের কথা মাথায় রেখেই সংস্থার তরফ থেকে এমন রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে। এই রিচার্জ প্ল্যানটি গ্রাহকদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এবং অনেক গ্রাহক রয়েছেন যারা এই রিচার্জ প্ল্যান রিচার্জ করিয়ে নিচ্ছেন।

২০২৩ টাকার রিচার্জ প্ল্যান ব্যবহার করে গ্রাহকরা পাবেন ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কের unlimited কথা বলার সুযোগ, প্রতিদিন ২.৫ জিবি ডেটা, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং jio apps subscription বিনামূল্যে।

Advertisements